এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অকৃতকার্য হয়েও প্রাথমিকে চাকরি ! টেট কাণ্ডে সিবিআই তলব খোদ মালাকারীকেই !

অকৃতকার্য হয়েও প্রাথমিকে চাকরি ! টেট কাণ্ডে সিবিআই তলব খোদ মালাকারীকেই !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি এসএসসি মামলার পরেই এবার প্রাইমারি টেট দুর্নীতি  মামলাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে রাজ্য। এমত অবস্থায় এবার  ২০১৪ সালে প্রাইমারি টেট নিয়ে দুর্নীতি  অভিযোগ উঠে আসলো । গত ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় বসেছিলেন সৌমেন নন্দী কিন্তু পরীক্ষায় বসলেও ফল প্রকাশের পর তিনি জানতে পারেন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তবে তাঁর সঙ্গে সেই বছর টেট পরীক্ষায় বসা আরও বহু চাকরিপ্রার্থী অকৃতকার্য হন। কিন্তু সৌমেন জানতে পারেন অকৃতকার্য হওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে ৬৮ জন চাকরি পেয়েছেন। যার ফলে দুর্নীতির অভিযোগে তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন  তিনি ।

সৌমেনের অভিযোগ করেন ওই চাকরিপ্রার্থীরা টেটে ফেল করেও চাকরি পেয়েছেন। এ নিয়ে তথ্য জানতে চেয়ে আরটিআই  করলেও কোনও জবাব মেলেনি প্রাইমারি শিক্ষা বোর্ডের তরফে । এর পর বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আর এবার সেই চাকরিপ্রার্থীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে  রবিবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় মমলাকারী চাকরিপ্রার্থী সৌমেন নন্দীকে। সূত্রের খবর তাঁর বয়ান রেকর্ড করতেই এদিন তাঁকে সিবিআই দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে মত একাংশের। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর  সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!