এখন পড়ছেন
হোম > জাতীয় > “আঙ্কেলজি” “গুজরাটের বস” – মহুয়া মৈত্রের টুইট বোমায় তুমুল বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে!

“আঙ্কেলজি” “গুজরাটের বস” – মহুয়া মৈত্রের টুইট বোমায় তুমুল বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্ক খুব একটা মধুর যে নয়, একথা প্রায় প্রত্যেকেই জানেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে বসার পর থেকেই নানা বিষয়ে সরব হয়েছেন জগদীপ ধনকর। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা, নানা ইস্যুতে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি। যার ফলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে নয়, বিজেপির মুখপাত্রের মত আচরণ করছেন। আর এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ করে “আঙ্কেলজি” বলে সম্বোধন করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, “রাজভবনের কোনো কর্মী রাজ্যপালের কথা শুনবে না, এমন আচরণ বরদাস্ত করা হবে না। নবান্নের কোনো গোপন তথ্য যদি এভাবে আসত, তাহলে আমি সতর্ক করতাম। রাজভবনের ওপর নজরদারি চালানো হচ্ছে।” আর এরপরই সেই রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “আংকেলজী এখন বলছেন, তার এবং রাজভবনের ওপর নজরদারি করা হচ্ছে। এই বিষয়টা তার গুজরাটের বস অন্য কারও থেকে ভালো বোঝেন।” এদিকে রাজ্যপালের চা-চক্রে আমন্ত্রণ নিয়েও এদিন প্রশ্ন তোলেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, “সেই চা-চক্রে 96 জন ভাগ্যবান আমন্ত্রণ পেয়েছিলেন। করোনার মধ্যে এভাবে চা-চক্রে লোক মিলিত হওয়া খুব একটা যুক্তিযুক্ত নয়।”

বিশ্লেষকরা বলছেন, যেভাবে এই তৃণমূল সাংসদ রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন, তাতে নতুন করে রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। মহুয়া মৈত্রের রাজ্যপালের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন রাজভবনের পক্ষ থেকে পাল্টা কি মন্তব্য করা হয়, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে গোটা পরিস্থিতি যে ক্রমশই ঘোরালো হয়ে উঠছে এবং এর প্রভাব যে বঙ্গ রাজনীতিতে ব্যাপকভাবে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!