এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বাস্থ্য দপ্তরের এই কর্মকান্ডে প্রবল অসন্তুষ্ট মমতা, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি!

স্বাস্থ্য দপ্তরের এই কর্মকান্ডে প্রবল অসন্তুষ্ট মমতা, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন হাসপাতালে রোগীদের রেফার নিয়ে নানা অভিযোগ আসতে শুরু করেছিল। অবশেষে সেই ব্যাপারে কড়া পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন নবান্নে স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই রেফার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “আপনারা কি রেফার করা বন্ধ করবেন! গর্ভবতী মহিলাকেও রেফার করে দিচ্ছেন। যার কারণে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ভর্তি করতেই তাদের মৃত্যু হচ্ছে। এটা কেন হচ্ছে! যদি এরকম হয়, তাহলে যে তাকে রেফার করেছে, আর যে মারা গিয়েছে, তার দায়িত্ব নিতে হবে।” অর্থাৎ কথায় কথায় রেফার করা যে বরদাস্ত করা হবে না, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!