এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গেরুয়া গ্রাস থেকে বাঁকুড়া পুনরুদ্ধারে যুবরাজের পদক্ষেপ, তাকে ঘিরেই ঘুরে দাঁড়ানোর ভাবনায় ঘাসফুল শিবির

গেরুয়া গ্রাস থেকে বাঁকুড়া পুনরুদ্ধারে যুবরাজের পদক্ষেপ, তাকে ঘিরেই ঘুরে দাঁড়ানোর ভাবনায় ঘাসফুল শিবির


রাজ্যের যে সমস্ত জেলায় অপেক্ষাকৃত সংগঠনের বুনিয়াদ কমতে শুরু করেছে, এবার সেই সমস্ত জেলায় গিয়ে দলীয় সংগঠনকে মজবুত করতে শুরু করেছেন তৃণমূলের অঘোষিত সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবারে তার লক্ষ্য বাঁকুড়া জেলা।

সূত্রের খবর, আগামী 19 শে ডিসেম্বর বাঁকুড়ার ছাতনায় দলীয় সভা করতে আসছেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার এই সভা ঘিরে এখন জেলা তৃণমূলের মধ্যে প্রস্তুতি চরমে। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাতনা 2 অঞ্চলের যেখানে সভা করবেন সেই এলাকায় সাম্প্রতিককালের পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই মাথা তুলতে সক্ষম হয়েছে বিরোধীরা। এমনকি গত 2016 বিধানসভা ভোটেও এই ছাতনায় জয় লাভ করে আরএসপি। যদিও বা পড়ে এখানকার আরএসপি বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন।

অনেকে মনে করছেন, এই অঞ্চলে শাসক দল তৃণমূলের খারাপ ফলাফলের পেছনে রয়েছে তাদের দলের গোষ্ঠী কোন্দল। কিন্তু সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দলীয় নেতাদের এই দ্বন্দ্ব বন্ধ করতে এবার ছাতনায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিকে দলের হেভিওয়েট নেতা জেলায় এসে সংগঠনকে চাঙ্গা করতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দেন এখন তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে এদিন প্রবল কটাক্ষ করেছে বিরোধীরা।

গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় প্রার্থী দিতে পারলে তারা আরও আসনে জিতত বলেও এদিন মন্তব্য করেন বিজেপি নেতা তথা স্থানীয় বাসিন্দা জীবন চক্রবর্তী। অন্যদিকে ছাতনা ব্লক তৃণমূলের সভাপতি পরমেশ্বর কুণ্ড এদিন বলেন, “বিরোধীরা অপপ্রচার করছে, আর তার জবাব দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সভা করবেন। আমরা আশা করি, অভিষেকবাবুর সভার পর আগামী লোকসভা নির্বাচনে দল এখানে আরও ভালো ফল করবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সমালোচকদের মতে, একা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে কখনোই দলের শ্রীবৃদ্ধি রক্ষা করতে পারবেন না। তার জন্য জেলায় জেলায় নেতাদের সঙ্গবদ্ধ এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী হতে হবে। আর তাই বাঁকুড়া জেলার তৃণমূল নেতারা সেই দিকটা কতটা সামলে উঠতে পারেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!