এখন পড়ছেন
হোম > অন্যান্য > চীন-তুরস্কের বিতর্ককে পিছনে ফেলে আমিরের সংস্থার ‘মানবিক কাজের’ জন্য কেন্দ্র সরকারের বাহবা!

চীন-তুরস্কের বিতর্ককে পিছনে ফেলে আমিরের সংস্থার ‘মানবিক কাজের’ জন্য কেন্দ্র সরকারের বাহবা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– কথায় বলে জলই জীবন। মানুষের বেঁচে থাকতে গেলে জল ছাড়া তা কখনই সম্ভব হয় না। পৃথিবীতে যত রকমের জল আছে তার মধ্যে থেকে স্বাদু জলের পরিমাণ প্রায় ১.৩ শতাংশ। এছাড়া প্রতিনিয়ত ভৌম জলের পরিমাণ যেভাবে হ্রাস পাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে তো কষ্টে মানুষকে পড়তেই হবে, সেইসঙ্গে বর্তমানেও বেশ কিছু এলাকায় শুদ্ধ পানিয় জলের ঘাটতি লক্ষ্য করা যায়। প্রতি বছরই গরমকাল থেকে শুরু করে সারা বছর ধরে শুদ্ধ পানিয় জল পেতে হাজারো অসুবিধার শিকার হতে হয় বহু জায়গার মানুষকে।

এই সমস্যার কিছুটা সমাধানের আশা নিয়ে বলিউড তারকা আমির খান এবং তাঁর স্ত্রী কিরণ রাও ‘পানি ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা চালান বলে জানা গেছে। এদের কাজ হল নানা প্রকৃতিবান্ধব উপায়ে জল সংরক্ষণ করা। সেই সঙ্গে মহারাষ্ট্রের খরা কবলিত অঞ্চলগুলির বাসিন্দাদের সাহায্য করা। তবে সম্প্রতি তাঁদের এই উদ্যোগকেই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের তরফ থেকে সাধুবাদ জানাতে দেখা গেছে। সেখানে মন্ত্রককে বলতে দেখা যায়, অভিনেতা আমির খান এবং তাঁর স্ত্রী কিরণ রাও-এর অভিনব এই পানি ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েই উদযাপন করা হবে। মহারাষ্ট্রের একাধিক খরা পীড়িত অঞ্চলে এদের সংস্থাটি যথেষ্ট সাহায্য করেছে। তাই এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগকে ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ’ উদ্যোগকে সরকার সাধুবাদ জানাচ্ছে। ফলত শুধু অভিনেতাই নন, তাঁর অনুরাগীরাও বেশ খুশি হয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কেন্দ্রীয় সরকারের এই কথার উত্তরে তিনিও জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী জল শক্তি মন্ত্রককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রক যেভাবে তাঁদের উদ্যোগকে স্বীকৃতি দিয়েছেন তাতে তাঁরা কৃতজ্ঞ। মহারাষ্ট্রে খরা পীড়িত এলাকাগুলিকে বাঁচাতে তারা যে পদক্ষেপ নিয়েছে তা এভাবে সবার কাছে তুলে ধরার জন্য কেন্দ্রীয় মন্ত্রককে অসংখ্য ধন্যবাদ। তবে এই উদ্যোগ কখনোই সফল হত না, যদি না সেসব জলদাতা এবং মারাঠিরা স্বতঃস্ফূর্তভাবে এই আশা পূরণ করার জন্য এগিয়ে আসতেন। তাই তাদেরও প্রশংসা জানাতে ভোলেননি এই বলিউড অভিনেতা। সেইসঙ্গে ভবিষ্যতেও তাঁরা যে নিজেদের লক্ষ্যে অবিচল থাকবেন সেই কথাও জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে গিয়ে তুরস্কে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানে গিয়ে তুরস্কের ফার্স্টলেডি এমাইন এরদোগানের সঙ্গে হাসিখুশি মেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল যে যাঁরা কিনা পাক মদতপুষ্ট কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন করে, তাদেরই সঙ্গে এত ভাব কিসের! ফলত ‘ড্রাগনের প্রিয়পাত্র’ একথাও শুনতে হয়েছিল অভিনেতাকে। তবে সেই বিতর্কের মাঝে কেন্দ্রীয় মন্ত্রকের এহেন প্রশংসা এবার নিশ্চয়ই উত্তপ্ত পরিবেশকে কিছুটা শান্ত করতে পারবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!