এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহ যেখানে সভা করবেন, পরে সেই ব্লক থেকে আড়াই লক্ষ লোক বের করে জনসভা করব: অনুব্রত মন্ডল

অমিত শাহ যেখানে সভা করবেন, পরে সেই ব্লক থেকে আড়াই লক্ষ লোক বের করে জনসভা করব: অনুব্রত মন্ডল

চলতি মাসেই রাজ্যে বৃহত্তর রথযাত্রা কর্মসূচী রয়েছে বিজেপির। জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে প্রভাবশালী বিজেপি নেতারা আসতে চলেছেন এই কর্মসূচি পালন উপলক্ষ্যে। শুধু রথযাত্রা নয়,তার পাশাপাশি অমিত শাহের উপস্থিতিতে জনসভা করার পরিকল্পনাও রয়েছে বিজেপির। উপস্থিত থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বিজেপির এই সভার পরিপ্রেক্ষিতে কড়া নিদান দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। গতকাল বিকেলে ময়ূরেশ্বর-১ ব্লকের মল্লারপুর শিববাড়ি মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বাবু বিজেপিকে তোপ দেগে বলেন,’অমিত শাহ যেখানে সভা করবেন, পরে সেই ব্লক থেকে আড়াই লক্ষ লোক বের করে জনসভা করব।’ এদিনের সভায় অনুব্রত বাবুর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন,সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি তথা বিধায়ক অভিজিৎ রায়, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখরা।

১৯ জানুয়ারীর বিগ্রেড জনসভার প্রস্তুতি উপলক্ষ্যে নেত্রীর নির্দেশ মতোই বীরভূম থেকে ৬ লক্ষ লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্লকভিত্তিক সভা করেছেন অনুব্রত বাবু। দিন কয়েক আগে শিববাড়ির মাঠে জনসভা করতে দেখা গিয়েছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। কিন্তু এদিনে বিজেপিকে একহাত দিতে দিলীপ বাবুর বিরুদ্ধে একটাও কথা খরচা করতে দেখা গেল না তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে। উল্টে জাতীয় বিজেপি সুপ্রিমোকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন তিনি।

এমনকি উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন,’যোগী আদিত্যনাথ বলছেন, হনুমান নাকি দলিত ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আমি জানি না যোগীর বাবা, দাদুর কোথায় জন্ম। হনুমানের জন্ম আদিবাসী ঘরে বলে বলেছেন বিজেপির এক মন্ত্রী। ওরা মানুষ ভাগ করছে, এবার দেবতাও ভাগ করতে লেগে গেল।’

অর্থাৎ বিজেপি যে বিভেদের রাজনীতিকে কতোটা চাঙ্গা করে তুলেছে,তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই এধরণের মন্তব্য করেন অনুব্রতবাবু এদিন। পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা,১৯-এর লোকসভা ভোটেই বিজেপিকে উৎখাত করে ফেলতে হবে। এ রাজ্য তথা দেশে বিজেপির জন্যে একফোঁটা জায়গা রাখলে চলবে না। এ প্রসঙ্গে বিজেপিকে ‘পাচনের বাড়ি’-তে সোজা করার হুমকিও দিলেন তিনি। অর্থাৎ তৃণমূল যে বিজেপির রথযাত্রাকে সফল হতে দেবে না

মঞ্চে বক্তব্য রাখতে উঠে কৃষিমন্ত্রীও বিজেপিকে নিশানা করে বলেন, শুধু এই ব্লকের সভাতে যা লোক হয়েছে,সেই লোক রাস্তায় দাঁড়িয়ে পড়লেই বিজেপি পালিয়ে পার পাবে না। গোটা পশ্চিমবঙ্গে সভা করে বেরালেও তৃণমূলের একটা জনসভার যা লোক জমায়েত হয়,তাকে টেক্কা দিতে পারবে না বিজেপি।

অন্যদিকে মন্ত্রী সৌমেন বাবুও একই দিকে সুর টেনে বললেন,এই একটা ব্লকের সভায় যা লোক হয়েছে তাঁরা যদি রাস্তায় দাঁড়িয়ে পড়ে তাহলেই বিজেপির রথ নিয়ে নাকানিচোবানি খেতে হবে। কোন পথ দিয়ে যাবে বুঝতে পারবে না। সৌমেন বাবুর দাবী, বীরভূমের তৃণমূল নেতাদের ভয়েই বিজেপি তারাপীঠের বদলে কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করেছে। এছাড়া বিজেপির রথ নিয়ে কটাক্ষ করে বলেন,’রথ তো নয়, একটা পাঁচতারা হোটেল।

কিন্তু ডিজেলের দাম যে হারে বেড়েছে কোচবিহারেই রথের চাকা থেমে যাবে। দেখবেন ৭তারিখ রথযাত্রা শুরু করে ৯তারিখই রাম সমেত তারা বনবাসে চলে গিয়েছে।’অর্থাৎ তৃণমূল যে বিজেপির রথযাত্রাকে সফল হতে দেবে না তা দফায় দফায় বুঝিয়ে দিচ্ছে গেরুয়াশিবিরকে। এর আগেও জনসভা থেকে বিজেপির রথযাত্রা নিয়ে হুঁসিয়ারী দিয়েছে শাসক দল।

আর এদিন বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বরা বক্তব্যে সাফ বুঝিয়েই দিলেন এই জেলায় বিজেপির রথযাত্রা কর্মসূচিকে বিফল করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখবেন না তাঁরা। অনুব্রত বাবু তো বলেই দিলেন,’জেলার কোন মাঠ ওরা নেবে বলুক। আমি ব্যবস্থা করে দেব। তিনি আরও বলেন, ১৪ডিসেম্বর খোল করতাল হাতে রাস্তায় কীর্তন বের হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে ওইদিন বিজেপির রথযাত্রা হবে তো!’ বোলপুরের সংসদ সদস্য অনুপ হাজারা ইতিমধ্যেই ফেসবুকে বোলপুর কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে অসিত মালের নাম উল্লেখ করেছেন। এ প্রসঙ্গেই অনুব্রত বাবু বলেন,এটা নিয়ে বিন্দুমাত্রও ভাবিত নয় তৃনমূল। বরং অমিত শাহ যে মাঠে সভা করবেন সেই ব্লক থেকেই আড়াই লক্ষ লোক বের করে পাল্টা সভা করে বিজেপি দেখিয়ে দেবে তৃণমূলের ক্ষমতা,এমনটাই হুঁসিয়ারী তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপশালী নেতার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!