এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলী গুন্ডাদের মাতব্বরির দিন শেষ, কড়ায় গন্ডায় হিসাব মেলালেন শুভেন্দু!

তৃণমূলী গুন্ডাদের মাতব্বরির দিন শেষ, কড়ায় গন্ডায় হিসাব মেলালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন অনেক মাতব্বরি করেছেন তৃণমূলের গুন্ডারা। জেলায় জেলায় অনেক অত্যাচার তারা করেছেন। সন্দেশখালি থেকে শুরু করে বীরভূম, তৃণমূলের নাকি অনেক বড় বড় বাঘ ছিল! কিন্তু তারা সব এখন কেউ তিহারে, আবার কেউ বাঁচতে সিবিআই হেফাজতে। এক সময়কার বাঘ এখন ভেজা বেড়াল হয়ে গিয়েছে, যারা একসময় শুভেন্দু অধিকারীকে দেখে নেওয়ার কথা বলত, তারা এখন নিজেরা কি করে বাঁচবে! সেটাই ভেবে পাচ্ছে না। তবে এই সমস্ত ঘটনা কেন হলো? তার একটাই কারণ, মানুষের ওপর অত্যাচার করলে ভগবান কাউকে ছেড়ে কথা বলে না। যে ভয় এতদিন তারা মানুষকে দেখিয়েছেন, তার করুণ পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে। ভবিষ্যতে আরও অনেক বড় বড় মাথাকে এরকম শোচনীয় দশা দেখতে হবে। তাই এদিন বেহালার সভা থেকে শুভেন্দু অধিকারী যে কথা বললেন, তারপর অনেকেই বলছেন যে, যদি নিজেরা বাঁচতে চান, যদি নিজেদের করুন পরিণতি দেখতে না চান তৃণমূল নেতারা, তাহলে একটু সৎ কর্ম করে যান। মানুষের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করুন তোলামূলের দুষ্কৃতীরা।

প্রসঙ্গত, এদিন বেহালার সভা থেকে বীরভূমের কেষ্ট থেকে শুরু করে সন্দেশখালি শাহজাহানের উদ্দেশ্যে বড় মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে যে তৃণমূলের যারা অত্যাচারী, যারা এতদিন মানুষকে শোষণ এবং শাসন করেছে, তাদেরকে এই পাপের ফল ভোগ করতেই হবে। যেটা এখন কেষ্ট মন্ডল এবং শাহজাহানের বেতাজ বাদশা খুব ভালো করেই উপভোগ করতে পারছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কোথায় গেল মমতার লেংটি ইঁদুর, শাহজাহান? কেষ্ট মন্ডল কোথায় গেল? কোথায় গেল চড়াম চড়াম ঢাকের শব্দ?” ভাবতে পারেন? সত্যিই তো ভাবতে পারেন! আজকে যে কেষ্ট মন্ডল, শাহজাহান শেখের কথা হচ্ছে, এরা যে জেলের ভেতরে থাকবে, এটা কেউ এক বছর আগেও কল্পনা করেছিল? করেনি। কারণ এদের যা দাপট ছিল, এরা নিজেদের সর্বেসর্বা ভাবত, এদের ভয়ে সবাই গুটিয়ে থাকত। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং গণতন্ত্রপ্রেমী মানুষের সমবেত প্রতিবাদের ফলে এরা আজকে সবাই ভেতরে রয়েছে। জেলের ঘানি টানতে হচ্ছে এই সমস্ত বাঘা বাঘা ব্যক্তিদের। তাই শুভেন্দু অধিকারী সেই দাপুটে নেতাদের কথা স্মরণ করে তারা যেভাবে ভেজা বেড়ালে পরিণত হয়েছেন, তা উল্লেখ করে ভবিষ্যতে তৃণমূল নেতাদের কি করুন পরিণতি হবে, সেই ইঙ্গিতটাই দিতে চাইলেন।

পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা এসেই আমি মানুষকে ভয় দেখাব, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, এই কাজকর্ম যারা যারাই করেছে, তাদের কিন্তু খুব করুন পরিণতি হয়েছে। বিগত বাম আমলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, অনেক বাঘা বাঘা নেতারা মানুষের ওপর যে অত্যাচার করেছেন, ভবিষ্যতে তাদেরকে তার ফল পেতে হয়েছে। আর তৃণমূল আমলে? এর উদাহরণ দিতে গেলে রাত পেরিয়ে যাবে। কিন্তু নাম ফুরোবে না। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শাহজাহান শেখ থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যারাই মানুষের সঙ্গে অন্যায় করেছেন, তারাই কিন্তু আজকে জেলের ভেতরে হাহাকার করছেন। তাই যারা এখনও মানুষের উপর চোটপাট দেখাচ্ছেন, তারা কিন্তু সমঝে যান। তা না হলে সমূহ বিপদ অপেক্ষা করছে সেই সমস্ত ক্ষমতাভোগী নেতাদের জন্য। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!