এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রতিপক্ষ বাবুলকে ময়দান না ছাড়ার বার্তা, হেভিওয়েট তৃণমূল বিধায়কের মন্তব্যে জল্পনা!

প্রতিপক্ষ বাবুলকে ময়দান না ছাড়ার বার্তা, হেভিওয়েট তৃণমূল বিধায়কের মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শনিবার ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সরে যাওয়ার বার্তা দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পাশাপাশি সাংসদ পদ থেকেও সরে যাওয়ার কথা জানিয়ে দেন তিনি। যদিও বা তৃণমূলের একাংশ গোটা বিষয়টিকে নাটক বলেই দাবি করতে শুরু করেছেন। যেখানে শুধুমাত্র ফেসবুকে বাবুল সুপ্রিয় এই কথা বলছেন, সেখানে বাস্তবে তিনি ইস্তফা দিয়ে দেখান বলে পাল্টা কটাক্ষ করছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়র প্রতি সহানুভূতির বার্তা দিতে দেখা গেল তৃণমূলের হেভিওয়েট বিধায়ক মদন মিত্রকে। যেখানে বাবুল সুপ্রিয়কে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে ময়দান না ছাড়ার বার্তা দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তার এই বার্তার পেছনে কোনো ইঙ্গিতবাহী বিষয় রয়েছে বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার একটি ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার বার্তা দেন বাবুল সুপ্রিয়। আর তারপরেই নানা মহলে শোরগোল পড়ে যায়। যদিও বা এখনও পর্যন্ত সরকারিভাবে তিনি বিজেপি ত্যাগ করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যার জেরে গোটা বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে। আর এই পরিস্থিতিতে প্রতিপক্ষ শিবিরের এই হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধির উদ্দেশ্যে বড় বার্তা দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ভালো মনে করেছেন, তাই ছাড়তে চাইছেন। তবে আমার একটা খুব প্রিয় গান রয়েছে কাভি আলবিদা না কেহেনা। আলবিদা বলতে হলে বিজেপিকে বলুন, রাজনীতিকে নয়। তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আমার কোনো মতামত নেই। তাকে আমন্ত্রণ জানানোর অথরিটিও আমার নেই। তবে একজন প্লেয়ার ময়দান ছাড়লে অন্য দলে থাকা প্লেয়ার বলে, কেন ময়দান ছেড়ে যাচ্ছেন! আর কিছুক্ষণ থাকুন। আরে এত অল্পেই কেন বাবুল চলে যাবে! সবে তো খেলা শুরু হল গুরু।”

একাংশ বলছেন, বাবুল সুপ্রিয় বিজেপি ত্যাগ করার পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে সেই জল্পনাকে বাড়িয়ে দিয়ে হেভিওয়েট তৃনমূল বিধায়ক মদন মিত্রের ময়দানে থেকে যাওয়ার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, বাবুল সুপ্রিয় যে রাজনীতিতে থাকবেন না, সেই কথা তিনি পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও মদন মিত্রের এই ধরনের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে কি মদন মিত্র এবং তার দল চাইছেন, বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে আসুন? আর সেই কারণেই কামারহাটির তৃণমূল বিধায়ক এই ধরনের মন্তব্য করলেন! এখন তা নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!