এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা-মুকুলের পাশাপাশি একই সময়ে দিল্লিতে শুভেন্দু, তিন মহারথীর রাজধানী সফর ঘিরে জল্পনা!

মমতা-মুকুলের পাশাপাশি একই সময়ে দিল্লিতে শুভেন্দু, তিন মহারথীর রাজধানী সফর ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্য রাজনীতির তিন মহারথীর একই সময়ে দিল্লি সফরকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি মত আগামী 25 তারিখে দিল্লি যেতে পারেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। যেখানে সাংগঠনিক কোনো কাজের জন্যই তার এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে। কেননা তৃণমূলের এখন তার গেট সর্ব ভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করা তাই সেই টার্গেট পূরণের মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি সফর করছেন বলে দাবি করছেন একাংশ ।.

সে দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের আগেই রাজধানীতে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু তাই নয় কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিজের একসময়কার বিশ্বস্ত সঙ্গী মুকুল রায়ের সঙ্গে করেই দিল্লি সফর করতে দেখা যাবে বাংলার প্রশাসনিক প্রধানকে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক যে সময় দিল্লিতে থাকবেন একদিন আগেই দিল্লিতে উপস্থিত হতে পারেন রাজ্য রাজনীতিতে তাঁর প্রধান প্রতিপক্ষ তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভায় সম্মুখ সমরের লড়াই করা দুই ব্যক্তি এবার কি দিল্লিতেও মুখোমুখি হতে চলেছেন? এখন এই বিষয় নিয়েই রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, মুকুল রায় বিজেপি টিকিটে জয়লাভ করেছেন। কিন্তু এখন তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়া এই মুকুল রায়কে নিয়ে অনেকদিন ধরেই আপত্তি বিজেপির। সেদিক থেকে তার বিধায়ক পদ খারিজ করা নিয়ে চাপ ক্রমশ বাড়াতে শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়কে সঙ্গে করে তার রাজনৈতিক সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে দিল্লি পাড়ি দিচ্ছেন, তখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা।

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্য দিল্লি সফরে, তখন পাল্টা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে রেখে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিতেই শুভেন্দু অধিকারী দিল্লি সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যাকে কেন্দ্র করে জুলাই মাসের শেষ দিকে বাংলা নিয়ে জাতীয় রাজনীতি কার্যত সরগরম হয়ে উঠতে পারে বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন। একইভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। স্বাভাবিক ভাবেই চাপ, পাল্টা চাপকে কেন্দ্র করে বাংলার রাজনীতি এবং শাসক-বিরোধী তরজা মাটিতে নির্ণায়ক হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের দিল্লি সফরের সময় শুভেন্দু অধিকারীর দিল্লি সফর থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!