এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ঘিরে আমরা-ওরা ভাগ, বিতর্ক তুঙ্গে

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ঘিরে আমরা-ওরা ভাগ, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছরেই শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই যেভাবে উত্তর প্রদেশের আমলা এবং নাগরিক সমাজের মধ্যে ভাগাভাগি শুরু হয়েছে, তাঁরা যথেষ্ট সমালোচনা জাগিয়েছে রাজনৈতিক মহলে। কার্যত যোগীর শাসনকালে একাধিক অভিযোগ সামনে এসেছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যেভাবে অক্সিজেনের অভাবে উত্তরপ্রদেশে মানুষ মারা গিয়েছে, তা নিয়ে সরব হয়েছে প্রায় সবাই। অন্যদিকে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল, এবার হয়তো মুখ্যমন্ত্রীর মুখ বদলে যাবে। কিন্তু তা হচ্ছেনা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে এবং বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন আমলা এবং নাগরিক সমাজ।

কার্যত কিছুদিন আগে উত্তরপ্রদেশের একদল প্রাক্তন আমলা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। সেখানেই অভিযোগ করা হয়েছিল, উত্তরপ্রদেশের শাসনব্যবস্থা নিয়ে। বলা হয়েছে, উত্তরপ্রদেশে নির্বিচারে বহু অন্যায় হয়ে চলেছে। একদিকে এনকাউন্টারে যেভাবে বাছাই করে মুসলমান, দলিত এবং পিছিয়ে পড়া মানুষকে খুন করা হচ্ছে, ঠিক সেভাবে মানবাধিকার নিয়ে কোন কথাই বলতে দেওয়া হচ্ছেনা। এই বক্তব্যের সমর্থনে নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল। অন্যদিকে আজকে মোদী সরকারকে সমর্থন করে আরও একদল অবসরপ্রাপ্ত আমলা এবং নাগরিক সমাজের একাংশ একটি খোলা চিঠি লিখেছেন।

এই খোলা চিঠিতে 151 জনের সই পাওয়া গিয়েছে, যাদের মধ্যে বহু প্রাক্তন বিচারপতি রয়েছেন বলে খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করা হয়েছে।   উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এনকাউন্টারের যে অভিযোগ তোলা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলা হয়েছে সমর্থকদের চিঠিতে। শুধুমাত্র মুসলমান, দলিত কিংবা পিছিয়ে পড়া মানুষ নয়, অপরাধীরাই একমাত্র শাস্তি পাচ্ছেন বলে দাবী করা হয়েছে। এ সম্পর্কে যোগী আদিত্যনাথের সমর্থনকারীরা একটি পরিসংখ্যান তুলে ধরেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে বলা হচ্ছে, 2017 সালের পয়লা মার্চ থেকে 2021 সালের 13 ই জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশের মোট 8367 টি এনকাউন্টার হয়েছে। যার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন 18 হাজার 25 জন এবং মৃত্যু হয়েছে 140 জনের। এছাড়াও 3642 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। যোগী সমর্থকদের দাবি, একটা সময় অপরাধীদের মরুদ্দ্যান ছিল উত্তরপ্রদেশ। কিন্তু যোগীর শাসনকালে তা কড়া হাতে দমন করা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভোটের কথা চিন্তা করে ইতিমধ্যেই একাধিক জনসংযোগের কাজ করে চলেছেন। যার মধ্যে অন্যতম হলো তাঁর ‘রোজগার মিশন’।

যোগী আদিত্যনাথ দাবি করেছেন, পাঁচ বছরের শাসনকালে তিনি মোট সোয়া চার লাখ মানুষকে চাকরি দিয়েছেন এবং এক্ষেত্রে দুর্নীতির নামমাত্র নেই। বিশেষজ্ঞদের মতে, যোগী আদিত্যনাথের সমর্থন ও বিরোধিতা প্রসঙ্গে যেভাবে পরিসংখ্যান উঠে এসেছে তা যথেষ্ট বিতর্কযোগ্য। অন্যদিকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন জিততে গেরুয়া শিবির মরিয়া। এই অবস্থায় যোগী প্রশাসনের সমর্থনে খোলা চিঠি ঘিরে আমরা-ওরা ভাগ আগামী বিধানসভা নির্বাচনে বিশেষ কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!