এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বেচারামকে জিজ্ঞেস করুন” শিল্প নিয়ে শুভেন্দুর কথার উত্তর দিতে নারাজ মমতা!

“বেচারামকে জিজ্ঞেস করুন” শিল্প নিয়ে শুভেন্দুর কথার উত্তর দিতে নারাজ মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ক্ষমতায় আসার আগে যে সিঙ্গুরের আন্দোলনের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রশস্ত করেছিল, সেই সিঙ্গুর নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন করে বিরোধীরা।মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমিকে শেষ করে দিয়েছেন এবং তার জন্য কোনো শিল্প হয়নি বলে মাঝেমধ্যেই দাবি করতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। আর এবার সেই কথাগুলোই সম্প্রতি একটি সভা থেকে তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর সেই প্রশ্নের উত্তরে কার্যত কটাক্ষ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “এই শুনুন, কোনো এক ভুইফোর কি বললো, তার কথার উত্তর আমি দিতে যাব না। ওটা বেচারাম মান্নাকে জিজ্ঞেস করুন বা আমার ওখানে ব্লক প্রেসিডেন্ট রয়েছে, বেচারাম ওখানকার বিধায়ক। ও দীর্ঘদিন ধরে লড়াই করেছে, ও বলে দেবে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর কথাকে যে তিনি গুরুত্ব দিতে নারাজ, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!