এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের করোনার বাড়বাড়ন্ত রাজ্যে, সতর্ক থাকার বার্তা মমতার!

ফের করোনার বাড়বাড়ন্ত রাজ্যে, সতর্ক থাকার বার্তা মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পরপর দুই বছর করোনার সঙ্গে লড়াই করতে হয়েছে গোটা রাজ্যকে। তবে আবার নতুন করে করোনা আতঙ্ক ফিরে আসতে শুরু করেছে। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তবে এবার রাজ্যবাসীকে সচেতন থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “প্রতিদিন 150 জন করে করোনা আক্রান্তের খবর আসছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা দুই বছর করোনার সঙ্গে লড়াই করেছি। কাজেই সকলেই জানেন, কিভাবে থাকতে হবে। যাদের কো-মর্বিডিটি রয়েছে, তারা একটু সাবধানে থাকুন।”

অর্থাৎ করোনাকে সামাল দিতে যে রাজ্য সরকার আগে থেকেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেছে, সেই ব্যাপারে অভয়বানী দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!