এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পেগাসাস ইস্যুতে তীব্র উত্তাল সাংসদ,বিরোধীদের আক্রমণের মোক্ষম জবাব অমিত শাহের

পেগাসাস ইস্যুতে তীব্র উত্তাল সাংসদ,বিরোধীদের আক্রমণের মোক্ষম জবাব অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দা ওয়ারে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনের পর থেকেই পেগাসাস ইস্যুতে সরগরম হয়ে উঠেছে বিরোধী শিবির। দেশের প্রায় ৩০০ জন ব্যক্তির মোবাইলের উপরে নজরদারি চালানো হয়েছে বলে, অভিযোগ করা হয়েছে এই প্রতিবেদনে। যাদের মধ্যে রয়েছে বহু বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও ব্যবসায়ী। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এরপর এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ প্রসঙ্গে প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানালেন যে, বিজেপি কঠোর ভাষায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগের নিন্দা করেছে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানান, ৫০ বছরের বেশি সময় ধরে যে দল ভারত শাসন করেছে। তাদের মুখে এ কথা মানায় না। এরপর এই প্রসঙ্গে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, সকলে ঘটনার পারম্পর্য বুঝুন। সাধারণত, হালকাভাবে এই ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হলেও, কিন্তু এখন আর এটা ভঙ্গিতে নয় গুরুত্ব দিয়ে তিনি এর ব্যবহার করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানান, এই রিপোর্ট প্রকাশ করার জন্য যে সময়কে বেছে নেয়া হয়েছে, তার পেছনে একটা স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। যারা দেশের অগ্রগতি সহ্য করতে পারছে না, এই ধরনের কিছু আন্তর্জাতিক সংস্থা আর তাদের মদত দিচ্ছেন দেশের কিছু রাজনীতির কারবারিরা। রাজনীতির এই সব কারবারিদের হাতে সুযোগ তুলে দিতেই এই সব আন্তর্জাতিক সংস্থাগুলো এরকম রিপোর্ট প্রকাশ করেছে। এটা দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পারছেন যে, কেন এই সময় এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, পেগাসাস কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী নেতাদের ফোনে আঁড়ি পেতেছিল কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!