এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে বড়সড় পদ পাচ্ছেন শোভন-বৈশাখী? জল্পনা তুঙ্গে

বিজেপিতে বড়সড় পদ পাচ্ছেন শোভন-বৈশাখী? জল্পনা তুঙ্গে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় 15 মাস আগে বিজেপিতে যোগদান করেছিলেন তারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় একসাথে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে তৃণমূলকে চাপে রাখবেন বলে মনে করেছিলেন। কিন্তু তারপর বহু জল গড়িয়ে গেছে। সেভাবে বিজেপিতে গিয়েও কোনো রাজনৈতিক কর্মসূচিতে থাকতে দেখা যায়নি তাদের।

উল্টে মাঝেমধ্যেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। মাঝে একাধিকবার তারা আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে নানা মহলের তরফে গুঞ্জন তৈরি করা হয়েছিল। তবে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে আবার সক্রিয় ভাবে দেখা যেতে পারে বলে আভাস দিয়ে রাখলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগেই তাহলে কি শোভন চট্টোপাধ্যায় এবার নতুন করে তার ইনিংস শুরু করতে চলেছেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, শুক্রবার রাতে বিজেপি নেতা অরবিন্দ মেননের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের। আর তারপরেই সেই শোভনবাবুর রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে আভাস দিয়ে রাখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, শুক্রবার রাতেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির আরেক নেতা অমিতাভ চক্রবর্তী। যেনতেন প্রকারেণ শোভন চট্টোপাধ্যায়কে যাতে রাজনীতিতে সক্রিয় করা যায়, তার জন্য তারা চেষ্টা করেছেন বলে খবর। অনেকে বলছেন, সম্প্রতি রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যেখানে শোভন চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে একান্ত ভাবে বৈঠক করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর তারপর থেকেই শোভনবাবু আবার রাজনীতিতে সক্রিয় হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে এই বৈঠকের পর যেভাবে শোভন চট্টোপাধ্যায় আবার ফর্মে ফিরতে পারেন বলে আভাস দিয়ে রাখলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাতে এবার বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনের অন্যতম সেনাপতি হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, শোভন চট্টোপাধ্যায় শুধু রাজ্যের প্রাক্তন মন্ত্রী নন, তিনি কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র। এমনকি এখনও পর্যন্ত তিনি রাজ্যের বিধায়ক। স্বভাবতই এমন একজন হেভিওয়েট ব্যক্তিত্ব যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তখন মনে করা হয়েছিল, শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অনেকেই তৃণমূল ছাড়তে শুরু করবেন।

কিন্তু বিজেপিতে যোগদানের পর বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে সেই শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। এমনকি মাঝে তাদের তৃণমূলে যোগদানের জল্পনাও তৈরি হয়। কিন্তু তা সত্ত্বেও খাতায়-কলমে বিজেপিতে থেকে কার্যত নীরব থাকতে দেখা যায় শোভনবাবু এবং তার বান্ধবীকে। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে বসে থাকতে দেখে অনেকেই হতাশা প্রকাশ করছিলেন।

কিন্তু উৎসবের মরসুম শেষ হতে না হতেই বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করে এবার হয়ত বা আবার সক্রিয়ভাবে রাজনীতিতে নামতে পারেন শোভন চট্টোপাধ্যায় বলে আভাস দিয়ে রাখেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন শোভন চট্টোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!