এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর দলবদলের জল্পনার মাঝেই এবার বিজেপির এই হেভিওয়েট নেতাকে দলে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেতা

শুভেন্দুর দলবদলের জল্পনার মাঝেই এবার বিজেপির এই হেভিওয়েট নেতাকে দলে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত আরো বেড়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, বাংলায় শাসনভার কায়েম রাখতে একদিকে তৃণমূল যেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তেমনই বিজেপিও তৃণমূলকে হঠিয়ে নিয়ে ক্ষমতায় আসতে আদা জল খেয়ে লেগেছে বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা।তাই এই লড়াইয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা তো স্বাভাবিক ব্যাপার বলেই মনে করেছিলেন কেউ কেউ।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে যেখানে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে জল্পনা চলছে চারদিকে, সেখানে অন্য নেতাদেরও দল ছাড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছিল। আর এরকম পরিস্থিতিতে তাই বারবার বিজেপি নেতা মন্ত্রীদের তৃণমূলের বিক্ষুব্ধ মানুষকে নিজেদের দলে আসার জন্য বলতে শোনা গিয়েছিল। আর সেখানেই কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাম না করে অনুব্রত মণ্ডলকে বিজেপিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

সম্প্রতি এবার তারই পালটা জবাব দিতে দেখা গেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। শনিবার বীরভূমের ইলামবাজারে তৃণমূলের বুথ কমিটির সভা ছিল। যেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ছাড়াও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিত্‍ সিংহ, সাংসদ অসিত মাল-সহ দলের অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন সরাসরি দিলীপ ঘোষকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানাতে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে। শুধু তাই নয়, যোগদানের জন্য রীতিমতো শর্তও দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, “দিলীপ ঘোষ বড় ভয়ংকর ভাইরাস। ওর মতো ভাইরাস পশ্চিমবঙ্গে কেউ নেই। আমি দিলীপ ঘোষকে বলছি তুমি তৃণমূলে এসো।”

শুধু তাই নয়, বুথের কর্মীদের সঙ্গে পাশে থাকার কথাও তিনি বলেন। তাঁর কথায়, “দিলীপ ঘোষ আসবে আমাদের বুথ কমিটির লোকেরা ওকে দলে নিয়ে নেবে। কিন্তু ও তো ভয়ংকর ভাইরাস। তাই ওকে স্যানিটাইজ করে গোবর মাখিয়ে ডোবার জলে স্নান করানো হবে।” শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর কথায়, “বিজেপি একটা দল? ভারতবর্ষকে আজ কোন জায়গা নিয়ে গিয়েছে।”

তিনি জানান, “ভারতের জিডিপি বৃদ্ধির হার বাংলাদেশ, নেপাল, ভুটানের থেকে কম। নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে দেশ চালাচ্ছে। একটা কিছু করেছে? প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি চাকরি দেব। ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেব বলেছিল। দিয়েছে? বলেছিল বড় বড় শিল্প আনবে। এনেছে?”

সেইসঙ্গে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আর মা, মাটি, মানুষের মুখ্যমন্ত্রী ৬৬টি প্রকল্প ঘোষণা করেছে। যা ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে প্রথম।” তাঁর কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি সব জাতির কথা চিন্তা করেন। তবে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন বলেই অভিযোগ জানাতে দেখা গেছে তাঁকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!