এখন পড়ছেন
হোম > রাজ্য > ফুটবলের নাম পরিবর্তন নিয়ে খুশি নন পর্যটনমন্ত্রী গৌতম দেব

ফুটবলের নাম পরিবর্তন নিয়ে খুশি নন পর্যটনমন্ত্রী গৌতম দেব


দীর্ঘ ৬০ বছর ধরে চলা ‘কিরণচন্দ্র নৈশ ফুটবলের ‘নাম পরিবর্তন নিয়ে খুশি নন পর্যটনমন্ত্রী গৌতম দেব।নাম পরিবর্তন নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মহকুমা ক্রীড়া পরিষদ জানিয়েছেন যে তাদের দাবি মতো সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে অর্থ না দিতে পারায় কিরণচন্দ্র নৈশ ফুটবল নামে ওই খেলা হওয়া উচিত নয় বলে মনে করেন মন্ত্রী।

পর্যটনমন্ত্রী জানান, ‘‘টাকার সমস্যার জন্য এত দিনের পুরনো প্রতিযোগিতার নাম বদলে যাবে তা হয় না।ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি। প্রতিযোগিতার নাম যাতে বদল না হয় তা দেখা হবে বলে জানান তিনি।’’ ৫৪ বছর ধরে প্রয়াত কিরণ চন্দ্র ভট্টাচার্যর পরিবার থেকেই প্রতিযোগিতা চালনো হয়েছে। কয়েক বছর টাকার সমস্যার জন্য অন্য স্পনসর রাখতে হওয়ায় নাম বদল হয়।কিরণ চন্দ্র ভট্টাচর্যের নাতি মাণিকবাবুরাও চেয়েছিলেন ঠাকুরদার নামে ওই ফুটবল প্রতিযোগিতা চলুক। টাকাও দিতে চেয়েছিলেন। তবে ক্রীড়া পরিষদের তরফে লক্ষাধিক টাকা চাইলে তাদের পক্ষে তা দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!