এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলে ফিরলেন বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতা,জোর চাঞ্চল্য গেরুয়া শিবিরে

তৃণমূলে ফিরলেন বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতা,জোর চাঞ্চল্য গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একসময় বলা হত, দক্ষিণ দিনাজপুরের চিত্র বিপ্লব মিত্র। বলা হত, রাজ্যে সিএম মমতা ব্যানার্জি শেষ কথা বলেও, দক্ষিণ দিনাজপুর জেলায় শেষ কথা বিএম অর্থাৎ বিপ্লব মিত্র। গত লোকসভা নির্বাচনের সময় অর্পিতা ঘোষকে জেতাতে না পারার জন্য তার কাছ থেকে জেলা সভাপতি পদ কেড়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিজেপিতে যোগদান করেন বিপ্লববাবু। এদিকে বিপ্লব মিত্র ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেও, তার অনেক কর্মীসমর্থকরা তৃণমূল কংগ্রেসে থেকে গিয়েছিলেন। তবে অর্পিতা ঘোষের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস চললেও, তারা সেভাবে গুরুত্ব পাচ্ছেন না বলে মাঝেমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছিল।

তবে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেই বিপ্লব মিত্রের অনুগামীরা। জানা গিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবেন দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব মিত্র‌। কিন্তু সোমেন মিত্রের আচমকা পরলোকগমনের কারণে শেষ পর্যন্ত তার যোগদান প্রক্রিয়া থমকে যায়।

জানা যাচ্ছে আজ পার্থ চট্ট্যোপাধ্যায়ের হাত ধরে ফের তৃণমূলে যোগ দিলেন বিপ্লব মিত্র। আর এই খবর সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শিবিরে। এদিকে জমকালোভাবে বিপ্লব মিত্রের দলে আসা এখন সেলিব্রেট করতে চাইছেন তার অনুগামীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত 2019 সালের লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ বালুরঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেন বিপ্লব মিত্রকে। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ হওয়া অপেক্ষা অর্পিতা ঘোষের উপর ক্ষুব্ধ হয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন বিপ্লব মিত্র।মনে করা হয়েছিল দক্ষিণ দিনাজপুর তৃণমূল শেষ কথা বলা বিপ্লব মিত্র গেরুয়া শিবিরে নাম লিখিয়ে এবার অর্পিতা ঘোষকে চাপে ফেলার চেষ্টা করবেন। কিন্তু বিজেপিতে গিয়ে সেভাবে কোনো লাভ করতে পারেননি তিনি।

উল্টে বিপ্লব মিত্রের সাথে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদের সকলকেই তৃণমূলের ফিরিয়ে আনেন অর্পিতা ঘোষ। তবে সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক পদে রদবদল হয়েছে। যেখানে অর্পিতা ঘোষকে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে। আর এরপরই জল্পনা তৈরি হয়েছিল তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বিজেপি ছেড়ে আবার যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। আর আজ তৃণমূলের ফের যোগ দিয়ে সেই জল্পনাতে সিলমোহর দিলেন বিপ্লব মিত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!