এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, সরকার দাবি না মানায় ভোট বয়কট গ্রামবাসীদের

Breaking News, সরকার দাবি না মানায় ভোট বয়কট গ্রামবাসীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকার গ্রামবাসীদের দাবি না মানায় ভোট বয়কট করে দিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের একটি বুথের বাসিন্দারা। রানিনগর স্টেশন সংলগ্ন এলাকায় তারা একটি রেলগেট বা আন্ডারপাসের দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে দীর্ঘদিন তাদের আন্দোলন চলেছিল। কিন্তু সরকার তাদের দাবি মেনে নেয়নি। এ কারণেই তারা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, এই বুথে ১১৫০ জন ভোটার রয়েছেন। তবে এখনো পর্যন্ত মাত্র ৩ জন ভোটার ভোটদান করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপির প্রবল সংঘর্ষ বাধে। এরপর সল্টলেকের নয়াপট্টিতে আবার দেখা গেল সংঘর্ষ। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, মানুষকে ভয় দেখিয়েছেন বিজেপি প্রার্থী। তবে এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত জানিয়েছেন যে, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তারা এ সমস্ত কাজ করছে। অন্যদিকে, মিনাখাঁতে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন বিজেপির পোলিং এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে বিজেপি।

আবার, আজ সকাল ১০ টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩৬.০২ শতাংশ। দার্জিলিংয়ের ভোট পড়েছে ৩৩.৫১ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩৯.২৭ শতাংশ, কালিম্পংয়ে ভোট পড়েছে ৩৪.৬৯ শতাংশ, নদিয়ায় ভোট পড়েছে ৩৭.৪০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৩.৩৪ শতাংশ, পূর্ব বর্ধমানে ৩৮.৬২ শতাংশ। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সর্বাধিক ভোট পড়েছে জলপাইগুড়িতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!