এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার বুকে মাদক কান্ডে গ্রেফতার বিজেপির নেতা ও নেত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

কলকাতার বুকে মাদক কান্ডে গ্রেফতার বিজেপির নেতা ও নেত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বড়সড় অস্বস্তির মুখে এবার গেরুয়া শিবির। দুর্নীতি নিয়ে যেখানে গেরুয়া শিবির বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে, এবার সেই গেরুয়া দলের অন্যতম যুব মোর্চার নেত্রী কয়েক লক্ষ টাকার কোকেনসহ ধরা পড়লেন পুলিশের হাতে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

 সূত্রের খবর, শুক্রবার নিউ আলিপুরে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী।পাশাপাশি তাঁর সঙ্গী প্রদীপ দেকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে নিউ আলিপুর থানার পুলিশ তাঁদের গাড়ি থেকে 100 গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছে। গ্রেপ্তার হওয়া পামেলা গোস্বামী গেরুয়া শিবিরের অন্যতম নেত্রী বুলেজানা যায়।

হুগলি জেলা বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও তিনি। বেশ কিছুদিন ধরে তাঁর বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। পুলিশ খোঁজখবর নিয়ে এবার হাতেনাতে ধরেছে বিজেপি যুব নেত্রীকে। জানা গিয়েছে, প্রায় 8 টি গাড়ি করে তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়।এবং পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গীকে বামালসমেত গ্রেপ্তার করা হয়। পামেলার সঙ্গী প্রদীপও অন্যতম বিজেপি নেতা বলে পরিচিত। এই দু’জনকেই পুলিশ আজ গ্রেপ্তার করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশি সূত্রে জানা গিয়েছে, বিজেপির যুব নেত্রী এতদিন ধরে মাদক পাচার করে যাচ্ছিলেন। সঙ্গী ছিলেন ধৃত বিজেপি নেতা। তবে শেষ রক্ষা তিনি আর করতে পারলেননা। এদিন দুপুরে এন আর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় পুলিশ পামেলা গোস্বামীর গাড়ি ঘিরে ধরে এবং পুলিশি তল্লাশি মুখে হাতেনাতে ধরা পড়ে পামেলা।অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন আর হয়তো কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের প্রচার যখন তুঙ্গে, ঠিক সেই মুহুর্তে গেরুয়া শিবিরের নেতা-নেত্রী এভাবে মাদককান্ডে ধরা পড়ায় খুব স্বাভাবিকভাবেই দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হল বলে মনে করা হচ্ছে। আপাতত এই পরিস্থিতি সামলাতে রাজ্য বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!