এখন পড়ছেন
হোম > অন্যান্য > টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হারালো পাকিস্তানকে, ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাস গড়তে চলেছে নিউজিল্যান্ড! জানুন বিস্তারিত

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ হারালো পাকিস্তানকে, ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাস গড়তে চলেছে নিউজিল্যান্ড! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার, নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটে দখল করতে চলেছে এক নম্বর পদ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম পদটির অধিকারী অস্ট্রেলীয় ক্রিকেট দল। কিন্তু এই প্রথম বার, চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে টেস্ট রাঙ্কিং এ পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করার সুবর্ণ সুযোগ রয়েছে নিউজিল্যান্ড এর সামনে।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের সাথেই নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের প্রথম স্থানটি নিজেদের জন্য সুনিশ্চিত করে। এই টেস্টে জেতার সাথে সাথে নিউজিল্যান্ড টানা পর পর পাঁচটি টেস্টে জয়লাভ করলো, যা তাদের এনে দিল টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ পদের দিকে এগিয়ে চলেছে। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে জয় কিংবা ড্র এনে দেবে তাদের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ পদে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেন্ উইলিয়ামসন এর শতরানের ওপর ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে পর্বত প্রমাণ ৪৩১ রানের লক্ষ্য রেখে পাকিস্তানের সামনে। নিউজিল্যান্ডের বোলিং বাহিনী ২৩৯ রানেই আটকে দেয় পাকিস্তানকে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রান করে, ৩৭৩ রানের টার্গেট পাকিস্তানের সামনে রেখে তারা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ফাওয়াদের শতরান ও রিজওয়ান এর অর্ধশত রানের জোরে যথেষ্ট লড়াই করলেও শেষ পর্যন্ত টান টান উত্তেজনা পূর্ণ এই ম্যাচে ২৭১ রান করে অলআউট হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন রাঙ্কিং পয়েন্ট দেওয়া হয় একটি সিরিজ শেষ হলে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে জয় কিংবা ড্র তাদের প্রথম স্থান সুনিশ্চিত করবে। কিন্তু আইসিসির তরফ থেকে জানানো হয়েছে তাদের অর্জিত প্রথম স্থানটি ভারত -অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের পর পাল্টে যেতে পারে।

ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে, সেই সিরিজের ফলাফলের ভিত্তিতে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তিনটি দেশই প্রথম স্থান দখলের দাবি রাখে। তবে স্বল্প স্থায়ী হলেও, প্রথম স্থান অধিকার করলে তা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!