এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় ৬ প্রধান শহরে সবথেকে পিছিয়ে মমতাই,সামনে এলো টাইমস নাও এর বিস্ফোরক রিপোর্ট!

করোনা মোকাবিলায় ৬ প্রধান শহরে সবথেকে পিছিয়ে মমতাই,সামনে এলো টাইমস নাও এর বিস্ফোরক রিপোর্ট!

করোনা মহামারী বাংলা তথা কলকাতার বুকে আছড়ে পড়ার পর থেকেই – তা মোকাবিলা করতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে কি করতে হবে সেই নির্দেশ দেওয়া, রাস্তায় নেমে গোল দাগ কেটে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তা দেখানো থেকে শুরু করে নিজের হাতে ত্রাণ তুলে দেওয়া – সবকিছুই তিনি করেছেন। যদিও এই নিয়ে বিরোধীরা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। পাল্টা মাঠে নেমেছে তৃণমূল বাহিনীও। বিরোধীদের বিরুদ্ধে এই দুঃসময়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূলের নেতা নেত্রীরা।

মুখ্যমন্ত্রীর এই কাজ করা নিয়ে তাঁর নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোরের দল বড় করে প্রচারও করেছে। সেই প্রচারে বারেবারে তুলে ধরা হয়েছে, বাংলা থেকে বিজেপির ১৮ জন সাংসদ থাকলেও, বিপদের সময় তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলার এই বিপদের দিনে ক্রমশই ‘মমতাময়ী’ হয়ে উঠে, নিজের বিপদের কথা না ভেবে বাংলাকে বাঁচাতে ‘পাহারাদার’ হয়ে উঠছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের তরফেও জোরদার প্রচার চলছে – এই কঠিন পরিস্থিতিতেও কেন্দ্র কোনো সহযোগিতা করছে না, উল্টে রাজনীতি করছে! কিন্তু তা সত্ত্বেও, সব বাধা পেরিয়ে বাংলাকে করোনা মুক্ত করতে ও বঙ্গবাসীকে রেশন পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু, তৃণমূলের দাবিকে নস্যাৎ করে এবার করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স নিয়ে এক বিস্ফোরক রিপোর্ট সামনে এল। যে রিপোর্টে দেখা যাচ্ছে দেশের ৬ টি মেট্রো শহরের মধ্যে করোনা মোকাবিলায় কাজের নিরিখে সব থেকে পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সবথেকে বড় কথা এই কথা জানাচ্ছে তাঁরই নিজের শহর, তাঁরই প্রিয় শহর কলকাতা। মাত্র ৬% ভোট পেয়ে তিনি রয়েছেন এই তালিকায় সবার নীচে, যা নিঃসন্দেহে ঘুম উড়িয়ে দিতে পারে তাঁর সমর্থকদের বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’ গোটা দেশের ৬ মেট্রো শহর – কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় শহরবাসীকে প্রশ্ন করা হয় – করোনা মোকাবিলায় তাঁদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন কাজ করছেন। দর্শকদের সেই মতামতের ভিত্তিতে যে রিপোর্ট পেশ করেছে টাইমস নাও, তা হল নিম্নরূপ –

১. অরবিন্দ কেজরিওয়াল – দিল্লি – ৬৫%
২. বিএস ইয়েদুরাপ্পা – ব্যাঙ্গালোর – ৫৬%
৩. কে চন্দ্রশেখর রাও – হায়দ্রাবাদ – ৪৯%
৪. ই পালানিস্বামী – চেন্নাই – ৪০%
৫. উদ্ধব ঠাকরে – মুম্বই – ৩৫%
৬. মমতা বন্দ্যোপাধ্যায় – কলকাতা – ৬%

অর্থাৎ, টাইমস নাওয়ের করা ওই সমীক্ষা অনুযায়ী, কলকাতাবাসীদের প্রতি ১০০ জনে মাত্র ৬ জন মনে করছেন – করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিক, ভালো কাজ করছেন। বাকি ৯৪ জনেরই ধারণা, করোনা মোকাবিলায় তৃণমূল নেত্রী সঠিক পদক্ষেপ নিতে পারেননি। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, করোনায় আক্রান্ত বা মৃতের সংখ্যা সঠিকভাবে প্রকাশ্যে না আনা মমতা বান্দ্যোপাধ্যায়ের কাজে মাত্র ৬% মানুষের খুশি হওয়া অন্যতম কারণ।

ওই সংবাদমাধ্যম আরও দাবি জানিয়েছে, বাংলায় মাত্র ১ বছরের মধ্যে বিধানসভা নির্বাচন। করোনা নিয়ে কলকাতার এই রায় নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুশ্চিন্তা বাড়াবে। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ, ত্রাণ ও রেশন বিলিতে তৃণমূল দুর্নীতি করছে বা করোনা তথ্য নিয়ে রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করছে বলে সুর চড়াতে শুরু করেছে। আর সেইসবের মাঝেই টাইমস নাওয়ের করা এই সমীক্ষা তাঁদের হাতে নতুন করে অস্ত্র তুলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এই সমীক্ষা করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও, এর সঙ্গে প্রিয় বন্ধু মিডিয়ার কোনো যোগ নেই। প্রিয়বন্ধু বাংলার তরফে এই সমীক্ষার সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি, তাই এই সমীক্ষার কোনো দায় প্রিয় বন্ধু মিডিয়ার নয়। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে টাইমস নাওয়ে সম্প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। টাইমস নাওয়ে প্রকাশিত সেই খবরের ভিডিও আমাদের কাছে আছে, প্রয়োজনে তা প্রকাশ করা হবে। আমাদের পাঠকদের জন্য – সেই সম্প্রচারের স্ক্রিনশট নীচে দেওয়া হল –

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ে সেই সমীক্ষা সম্প্রচারিত হচ্ছে।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!