এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে বিশেষ সিদ্ধান্ত অভিনেতা দেবের, জানুন বিস্তারিত

Breaking News, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে বিশেষ সিদ্ধান্ত অভিনেতা দেবের, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী রবিবার ইন্ডিয়ান অয়েলের এক অনুষ্ঠানে হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন দুটি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন তিনি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া, তৃণমূল সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারি ও দীপক অধিকারী বা দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সকালে একটি বিশেষ টুইট করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

যেখানে তিনি লিখেছিলেন যে, হলদিয়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকতে চলেছেন শিশির অধিকারী ও দেব। বিজেপি সাংসদের এই টুইট করার পর তাঁকে পাল্টা টুইট করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী বা দেব। জানিয়ে দিলেন যে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিনি উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এক টুইট করে দেব জানালেন যে, তাঁর যাত্রা ও সাফল্য দেখে তাঁর গর্ব হয়।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরও তিনি এই অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না বলে, তার জন্য আন্তরিক ভাবে তিনি ক্ষমা চাইলেন। তিনি জানালেন যে, তাঁদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও, বিজেপি সাংসদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে দেবের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত একসময় তৃণমূল দলভূক্ত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সম্পর্কে পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে আরো একটি টুইট করতে দেখা গেল অভিনেতা দেবকে। যেখানে তিনি জানালেন যে, তাঁদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, তবে একটা সময় তাঁরা একই দলে ছিলেন। তাঁরা এক দলে থাকার সময়, যে সুন্দর সময় কাটিয়েছেন তাঁরা, সে স্মৃতি এখনো তিনি লালন করে থাকেন। সাংসদ ও তাঁর দলের প্রতি শুভকামনা জানালেন দেব।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে তাঁকে টুইট করে বিশেষ সৌজন্যের বার্তা দিলেন দীপক অধিকারী বা দেব। অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন দেব। তবে সম্প্রতি অভিনয় জগতের দিকে তিনি আরও বেশি করে মনোনিবেশ করতে চান বলে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, আগামী রবিবারে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক। তবে, আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হওয়ার পর রাজ্যে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই বিজেপি সূত্রের খবর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!