এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে শাসকদলের ‘সন্ত্রাস’ আসলে সংবাদমাধ্যমের অপপ্রচার, দাবি মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েতে শাসকদলের ‘সন্ত্রাস’ আসলে সংবাদমাধ্যমের অপপ্রচার, দাবি মুখ্যমন্ত্রীর


বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের ওপরে বেজায় চটে গিয়ে বললেন, ” সংবাদমাধ্যমের একাংশ এখন বাংলার সর্বনাশ করছে। বিচারব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এটা ওদের কৌশল। বাংলার মাকে অসম্মান করা হচ্ছে। আমি দুঃখের সঙ্গে বলছি, এরা মানুষের নিন্দা করে। আমি বাংলাকে ভালবাসি। মিডিয়ার নিরপেক্ষ হওয়া উচিত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আজ যা করা হয়েছে, তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। আজ সংবাদমাধ্যমে দেখলাম চিত্রসাংবাদিকের ওপর নাকি হামলা হয়েছে। আমি পুলিসকে বললাম, আমার বাড়ির সামনে এরকম ঘটল আর আমি জানতে পারলাম না!‌ আমাকে সব জানান। এ জিনিস আমি কখনই বরদাস্ত করি না। সাংবাদিকদের কিছু হলে সবসময় খোঁজ নিই। পুলিস আমাকে জানিয়েছে, বিশ্বাস করুন এরকম কিছুই ঘটেনি। আসলে এ সব সংবাদমাধ্যমের অপপ্রচার।” উল্লেখ্য গত সোমবার আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে কলকাতা পুলিসের সামনে এক চিত্রসাংবাদিকের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।‌কলকাতা পুলিসের যুগ্ম নগরপাল (‌সদর)‌ সুপ্রতিম সরকার এই অভিযোগকে কার্যত নাকচ করে দিয়ে বলেছেন এইরকম কোনোও ঘটনা আদৌ এদিন ঘটেনি। ১০ ই এপ্রিল ই-‌মেল মারফত একটি অভিযোগ জানানো হয়। ওই চিঠির ভিত্তিতে আলিপুর থানার অতিরিক্ত ওসি নিজে গিয়েছিলেন ওই চিত্রসাংবাদিকের বাড়ি। ওই চিত্র সাংবাদিকের বয়ানের ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়েছে ক্যামেরায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেও কিছু সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!