এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের সবথেকে বড় চমক: প্রার্থীর নাম মমতা আর তাঁর এজেন্ট হলেন মুকুল!

পঞ্চায়েতের সবথেকে বড় চমক: প্রার্থীর নাম মমতা আর তাঁর এজেন্ট হলেন মুকুল!

মমতা-মুকুল জোট এবারের পঞ্চায়েত নির্বাচনে সকলের নজর কাড়লো।জোট বেঁধেছে তারা বিজেপিকে রাজ্যছাড়া করতে।মমতারই নির্বাচনী এজেন্ট হয়েছেন মুকল।তবে এ ভাবনা ভুল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর এর জঙ্গলমহলের ২০ নম্বর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন ২১ বছরের মমতা মুর্মু।ইনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।তৃণমূল দৃষ্টান্তমূলক উদাহরণ গড়লো এই ‘কন্যাশ্রী’কে প্রার্থী করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ক্ষেতমজুরের মেয়ে মমতা।তার বাবা তারাপদবাবুর তৃণমূল কংগ্রেস করে সেই ঘাসশিবির প্রতিষ্ঠার পর থেকেই।বামেদের আমলেও তিনি মা মাটি মানুষের সাথে ছিলেন।এবার সেই সরকার এর তরফ থেকে তার কলেজপড়ুয়া মেয়েকে প্রার্থী করার প্রস্তাব এলে এক পায়ে রাজি হয়ে যান তারাপদবাবু।এই ২১ বছরের মমতা মুর্মুর নির্বাচনী এজেন্ট হয়েছেন মুকুলবাবু অর্থাৎ মুকুল সামন্ত।মুকুল সামন্তের বক্তব্য-” দলের সম্মতি নিয়েই মমতাকে প্রার্থী করা হয়েছে।আর তাঁকে প্রার্থী করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।আমাদের দলে যে পদলোভী নয় কেউ,যোগ্য প্রার্থীর উপরেই আমরা দায়িত্ব দিতে চাই,আর সবাইকে সুযোগ দেওয়াই যে আমাদের লক্ষ্য,তা প্রমাণ হল এই সিদ্ধান্তে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!