এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PPE কিটেও হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর বিজ্ঞাপন? ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়

PPE কিটেও হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর বিজ্ঞাপন? ক্ষোভ উগরে দিলেন বাবুল সুপ্রিয়

করোনা মহামারীর সময়ে তৃণমূলের বিরুদ্ধে বারবার রাজনীতির অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই রেশনে ত্রাণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বৈষম্যের অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় তৃণমূলের তরফে ত্রাণ বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেখানেও দেখা গেছে, তৃণমূলের স্থানীয় নেতা বা নেত্রীর ছবি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের সিম্বল।

যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানসে। অনেকেই বলছেন, মানুষের এই দুর্দিনে নিজেদের প্রচার কি না করলেই নয়! আশা করা হয়েছিল, এরপর অন্তত এমন কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় যেভাবে তৃণমূলের এক হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাতে রীতিমত তোলপাড় সৃষ্টি হল বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, এদিন টুইটারে একটি ছবি পোস্ট করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তোলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

যেখানে দেখা যায় যে, এক ব্যক্তি সাদা পিপিইতে ঢেকে রয়েছেন। যার হাতে গ্লাভস রয়েছে। আর সাদা পিপিইর ওপরে একটি কাপড়ের অংশে নীল হরফে লেখা রয়েছে “প্রেজেন্টেড বাই সুজিত বসু।” আর বাবুল সুপ্রিয়র পোস্ট করা সেই ছবি ঘিরে এখন প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এদিন এই প্রসঙ্গে বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “অত্যন্ত লজ্জাজনক টিএমছি। একজন তৃণমূল কংগ্রেস নেতাই এটা করতে পারেন। এটা সুজিত বসুর অত্যন্ত নিম্নমানের কাজ। এরকম কেউ ভাবতেও পারে দেখে হতভম্ব আমি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বাবুল সুপ্রিয়র এহেন মন্তব্যের পাল্টা তাকে কটাক্ষ করেছেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “আমরা তাও তো দিচ্ছি। কিন্তু বাংলার মানুষ দেখছে, আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার ছাড়া আর কিছুই করছেন না।” আর রাজ্য এবং কেন্দ্রীয় মন্ত্রীর এই তরজায় এখন জমে উঠেছে বঙ্গ রাজনীতি। তবে বাবুল সুপ্রিয়র পোস্ট করা সেই ছবিটির সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি বাবুল সুপ্রিয়র পোস্ট করা এই ছবি সত্যি হয়, তাহলে তৃণমূল ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারে। কেননা মানুষের দুর্দিনে আত্মপ্রচার না করাই ভালো। ফলে সেদিক থেকে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী যদি পিপিইতেও নিজের প্রচার করেন, তাহলে তা নিয়ে বিজেপি তৃণমূলকে আরও কোণঠাসা করতে উদ্যত হবে বলেই মনে করছে একাংশ। এদিকে বাবুল সুপ্রিয় লাগাতার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে পোস্ট করে অস্বস্তি বাড়ালেও, তাকে পাল্টা আক্রমণ করছেন তৃণমূলের নেতা নেত্রীরা।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে টুইটারে বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসানসোলের তৃণমূলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে আসানসোলের মেয়রের আসানসোলের না আসা নিয়ে সরব হয়েছেন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক। ফেসবুকে তিনি লেখেন, “দিল্লির প্রতিনিধি দল লকডাউন ভেঙে যদি রাজ্যে আসতে পারেন, তবে আসানসোলে পা রেখে বাবুল সুপ্রিয় কেন এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন না! বিধায়ক, মেয়র, মন্ত্রীকে যখন এলাকায় ত্রাণ বিলি করতে দেখা যাচ্ছে, তখন সাংসদের দেখা নেই কেন!”

এদিকে আসানসোলের পরীক্ষাগার সম্পর্কে মেয়র জিতেন্দ্র তিওয়ারি টুইটে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করলে তার জবাব দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লেখেন, “আসানসোল দুর্গাপুরের মধ্যে লকডাউন খোলার জন্য উপযুক্ত জায়গা খোঁজার চেষ্টা চলছে। তবে এই কাজটি সময় সাপেক্ষ।” সব মিলিয়ে লকডাউনের মুহূর্তে, মানুষের দুর্দিনে রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে বাংলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!