এখন পড়ছেন
হোম > জাতীয় > বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর রোডশোয়ে চললো জনজোয়ার, আপ্লুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর রোডশোয়ে চললো জনজোয়ার, আপ্লুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রবিবার বোলপুরের ডাকবাংলোর মাঠ থেকে শুরু করে চৌরাস্তার মোড় পর্যন্ত এক কিলো মিটারের দীর্ঘ রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুডখোলা গাড়িতে রোডশো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে ব্যাপক ভিড় হয়েছিল বিজেপি কর্মীদের। তাই এক কিলোমিটার রাস্তা পার করতে এক ঘণ্টারও বেশি সময় লেগে গেল। আজ অনুব্রত মণ্ডলের গড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রোডশোয়ে দেখা দিল বিপুল জনজোয়ার। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হলো পুলিশকে। বিজেপি কর্মী সমর্থকদের গোলাপের পাপড়ি দিয়ে অভিবাদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোডশোকে কেন্দ্র করে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছিল বিজেপি কর্মী সমর্থকদের। তাই ডাক বাংলোর মাঠে প্রত্যেককে জায়গা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। রাস্তার দুধারে কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটে যায় পুলিশের। পুষ্পবৃষ্টি, বাউল গান, ঢাক বাজিয়ে সন্মান জানানো হলো স্বরাষ্ট্রমন্ত্রীকে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর এই রোডশোকে ঐতিহাসিক বলে উল্লেখ করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে, বোলপুরের এই রোডশো ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ভালবাসার প্রমাণ দিচ্ছে এই ভিড়। বোলপুরের মানুষের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আজকের রোডশো থেকে শাসকদল তৃণমূলকে তীব্রভাবে আক্রমণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে, তোলাবাজি বন্ধ করতে গেলে পরিবর্তন করা দরকার। বিজেপি বাংলার উন্নয়ন করবে। হিংসার বদলে দ্রুত পরিবর্তন প্রয়োজনীয়। ভাইপোর দাদাগিরি বন্ধ করা হবে বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমিত শাহ জানালেন যে, বাংলার উন্নয়ন করবে বিজেপি সরকার। তিনি জানালেন, যেখানে বিজেপি শাসন করছে, সেখানেই উন্নয়ন দেখা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ উন্নয়নের রাস্তা থেকে সরে গিয়েছে। বিজেপিকে নির্বাচনে জয়ী করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন তিনি। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, ” এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। ”

অন্যদিকে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের বিরোধিতা করে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে প্রতিবাদ জানালেন বেশকিছু স্থানীয় বাসিন্দা। যাঁরা পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানালেন। বেশকিছু বাউল শিল্পীও প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা অভিযোগ করেছেন যে, কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!