এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের রোড শো নিয়ে যুক্তি অনুব্রতর, জেনে নিন!

অমিত শাহের রোড শো নিয়ে যুক্তি অনুব্রতর, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের যে সমস্ত জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বীরভূম জেলা। এখানে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দাপটে বাঘে গরুতে কার্যত এক ঘাটে জল খায়। কিন্তু সেই অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুরে রোড শো করতে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যে ঘটনাকে নিয়ে প্রথম থেকেই চাঞ্চল্য তৈরি হয়ে পড়েছিল বঙ্গ রাজনীতিতে।

অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে অমিত শাহ পা রাখছেন, আর তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া হবে না, তা মানতে নারাজ ছিল সব পক্ষ। আর তৃণমূলের শক্ত ঘাঁটি সেই অনুব্রত মণ্ডলের বীরভূম জেলায় তার বাড়ি থেকে কিছুটা দূরে চৌরাস্তার মোড়ে রোড শো শেষ করলেন অমিত শাহ। যেখানে বিজেপির এই রোড শোতে ব্যাপক জমায়েত হতে দেখা গেছে। যার ফলে তৃণমূলের চিন্তা বাড়বে বলেই দাবি করছে গেরুয়া শিবির।

আর এই পরিস্থিতিতে অমিত শাহের এই কর্মসূচিতে মানুষের আধিক্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে বীরভূম জেলার লোক ছিল না বলে দাবি করলেন তিনি। সূত্রের খবর, এদিন বিজেপির এই কর্মসূচি নিয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে তিনি বলেন, “আমি তো দেখলাম বাইরে থেকে লোক আসছে। বাঁকুড়া থেকে লোক এসেছে, মুর্শিদাবাদ থেকে এসেছে। অন্যান্য জায়গা থেকে এসেছে। বীরভূমের লোক কোথায়! একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। এখানে তো প্রচুর লোক হবার কথা ছিল। খুব বেশি হলে কুড়ি হাজার লোক হবে।”

অর্থাৎ তার জেলা থেকে বেশি লোক বিজেপির এই কর্মসূচিতে যোগ দেয়নি। বাইরে থেকে লোক আনা হয়েছে বলে বোঝানোর চেষ্টা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি বিজেপির এই সভার থেকে বেশি লোক জমায়েত করে তিনি দেখিয়ে দেবেন বলেও জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা। অনুব্রত মণ্ডল বলেন, “আমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামীকাল জমায়েত করতে, আমি একা আদিবাসীদের দিয়ে এক লক্ষ জমায়েত করে দেখাতে পারি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই এই ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একাংশ বলছেন, যে অনুব্রত মণ্ডলের দাপটে বিরোধীরা কার্যত বীরভূম জেলায় কোনো কর্মসূচি করতে পারে না বলে অভিযোগ করা হয়, সেই অনুব্রত মণ্ডলের খাসতালুকে গিয়ে যেভাবে কর্মসূচি করে আসলেন অমিত শাহ, তাতে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে অমিত শাহের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে দিয়ে বাইরে থেকে লোক আনা হয়েছে বলে অন্য যুক্তি দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। যাকে নিয়ে এখন ব্যাপক চর্চা শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে।

এদিন রাজ্যে আবার তৃনমূল কংগ্রেস সরকার গঠন করবে বলেও আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, “আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 220 টা আসন পাবে। মিলিয়ে নেবেন।” তবে অনুব্রত মণ্ডল এ কথা বললেও বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, গত লোকসভা নির্বাচনের আগেও অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, 42 এ 42 পাবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তৃণমূল কংগ্রেসের।

স্বভাবতই এতসংখ্যক আসন না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাকে। ফলে এবার তিনি আবার এই ধরনের মন্তব্য করায় তার এই স্বপ্ন কোনোমতেই বাস্তব হবে না বলে দাবি করছেন বিরোধীরা। তবে অমিত শাহ তার খাসতালুকে এসে কর্মসূচি করে যাওয়ার পর এখন যে কিছুটা হলেও চাপে রয়েছেন অনুব্রত মণ্ডল, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!