এখন পড়ছেন
হোম > জাতীয় > আর কবে ঘুম ভাঙবে রাজ্য বিজেপির-উঠছে প্রশ্ন, আবারও দিদিভাই-মোদীভাই সেটিংয়ের অভিযোগ

আর কবে ঘুম ভাঙবে রাজ্য বিজেপির-উঠছে প্রশ্ন, আবারও দিদিভাই-মোদীভাই সেটিংয়ের অভিযোগ

সামনেই লোকসভা ভোট। এরাজ্য থেকে এবার 22 টি আসন নিজেদের দখলে রাখতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে টার্গেট বেধে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের তৃনমূল সরকারের বিরুদ্ধ বিভিন্ন ইস্যু নিয়ে বঙ্গ নেতৃত্বকে আন্দোলনে নামারও নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু এক্ষেত্রে যেন কিছুটা সেই তৃনমূল সরকারের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত একমাস ধরে যখন রাজ্যে বাগড়ির অগ্নিকান্ড, মাঝেরহাট সেতু বিপর্যয় সহ বিভিন্ন দুর্যোগমূলক ঘটনা ঘটছে ঠিক তখন সরকারের বিরুদ্ধে আন্দোলনে না থেকে বরং এব্যাপারে নিজেদের নিস্ক্রিয় মনোভাবই সামনে আনছেন রাজ্যের বিজেপি নেতারা। একসময় রাজ্যের তৃনমূল সরকারের বিরুদ্ধে ইস্যু না পেয়ে আন্দোলনে নামা যাচ্ছে না বলে বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে এসেছেন রাজ্যের বিজেপি নেতারা। কিন্তু এখন সেই তৃনমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলনে নামার সুযোগ থাকলেও কেন বসে রয়েছে রাজ্য বিজেপি?

আর বিজেপি রাজ্য নেতাদের এই ভূমিকা নিয়েই এবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমঝোতার অভিযোগ তুলেছে বাম-কংগ্রেসের মত রাজনৈতিক দলগুলি। তবে শুধু এই বাম-কংগ্রেস নয়, তৃনমূল বিরোধী ইস্যু পেয়েও তা পাত্তা না দেওয়ায় বিজেপি নেতাদের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানসেও। কিন্তু কেন এরকমটা হচ্ছে? এই প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সিপিএম এবং তৃনমূলের মত ভেঙে দাও, গুড়িয়ে দাও রাজনীতি করে আমরা আর বাংলাকে পিছিয়ে দিতে চাই না। বিজেপি তৃনমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখবে।” এই ব্যাপারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মী মৃত্যু থেকে সদ্য ইসলামপুরের ঘটনায় যে তাঁরা পথে নেমেছে এদিন তাও স্মরন করিয়ে দেন বাংলার বিজেপি সভাপতি। এভনকী কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃনমূলের সাথে যে আপোস করবে না বিজেপি এদিন সেই কথাও জানিয়ে দেন দিলীপ ঘোষ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এই মোদী এবং দিদির গটআপের অভিযোগ কেন তুলছে বাম-কংগ্রেসের মত বিরোধী দলগুলি? এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “সিপিএম এবং কংগ্রেস ফসিল হয়ে গিয়েছে। প্রচারে ভেসে থাকতেই ওরা এইধরনের অপপ্রচার চালাচ্ছে।” সব মিলিয়ে এবার লোকসভা ভোট আসতেই দিদি মোদীর সমঝোতার অভিযোগ তোলায় বাম-কংগ্রেসকে তুলোধোনা করে রাজ্যে তৃনমূল সরকারের বিরোধীতার সুর আরও চওড়া করলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!