এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন করে দিল্লিতে কাশ্মীরের প্রতিনিধিদল আসায় রাজনৈতিক মহলে গুঞ্জন

নতুন করে দিল্লিতে কাশ্মীরের প্রতিনিধিদল আসায় রাজনৈতিক মহলে গুঞ্জন


কাশ্মীর দিয়ে ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে। বিগত দিনে কেন্দ্রীয় সরকারের কাশ্মীরে সংবিধানের 370 ধারা বিলোপ এর মধ্যে দিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। অবস্থা সামাল দিতে গোটা কাশ্মীর জুড়ে চলে কার্ফু। কাশ্মীরের রাজনৈতিক নেতা-নেত্রীরা হয়ে পড়েন গৃহবন্দী। তবে এই মুহূর্তে অবস্থা পুরো স্বাভাবিক। আর এই স্বাভাবিক অবস্থার পরিপ্রেক্ষিতে এদিন আলতাফ বুখারীর ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র প্রতিনিধিদল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করলেন।

‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’ সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে রাখা দরকার। 2019 এর মার্চ মাসে ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’ আত্মপ্রকাশ করে পিডিপি নেতা আলতাফ বুখারীর নেতৃত্বে। আলতাফ বুখারী দাবি করেন, সংবিধান থেকে 370 ধারা বিলোপ হওয়ার ফলে কাশ্মীর অধিবাসীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তা থেকে তাঁদের সুরাহা দেওয়াই তাঁর দলের উদ্দেশ্য। এদিন জম্মু-কাশ্মীর আপনি পার্টির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্যতা সৃষ্টি করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও কাশ্মীর নিয়ে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, এদিন অমিত শাহ ও ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র প্রতিনিধি দল ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এ কে ভাল্লা সহ মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে বর্তমান কাশ্মীরের অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অন্যদিকে জানা গেছে, ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে কাশ্মিরের প্রতিনিধিদলের আগমন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের জনভাগিদারী নামক একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই প্রতিনিধিদলের আগমন হয়েছে দিল্লিতে। এ ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, কাশ্মীরের মানুষদের দাবি-দাওয়া জানাতেই প্রধানমন্ত্রীর ভবন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদিন কাশ্মীরের প্রতিনিধিদল বৈঠকে বসলেন। আপাতত কাশ্মীর নিয়ে পরবর্তী কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, সেদিকে লক্ষ্য রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!