এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার সফরের মাঝেই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, জোর চাঞ্চল্য!

মমতার সফরের মাঝেই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, জোর চাঞ্চল্য!

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মাঝেমধ্যেই দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে তাঁর দলেরই এক হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। জানা গেছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের মালদায় আদিবাসী সম্প্রদায়ের গন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে মালদহ জেলার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। যা নিয়ে এখন চরম চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে।

জানা গেছে, মালদহের তৃণমূল কর্মী শেখ আতাউল এদিন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন। সেই তৃণমূল কর্মী দাবি করেছে, কংগ্রেসে থাকার সময় এই সমর মুখোপাধ্যায় মহানন্দ টোলা এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ ও নলকূপ বসানোর নামে ঘনিষ্ঠ এনজিওর মাধ্যমে 56 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এমনকি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি সেই তৃণমূল কর্মীর। যার ফলে বর্তমানে তিনি সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু সেই তৃণমূল কর্মী নয়, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকালে সেই রতুয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরু হয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন মালদহ জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির। এদিন তিনি বলেন, “সমর মুখোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হোক।” আর তৃনমূলের বিধায়কের বিরুদ্ধে জেলা পরিষদ সদস্য দুর্নীতি নিয়ে এভাবে সরব হওয়ায় ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে মালদহ জেলা বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সময়কালে যেভাবে তৃণমূলের জেলা পরিষদ সদস্য তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ নেন কিনা, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!