এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > LIVE: পঞ্চম দফার ভোট – ৩ টে পর্যন্ত ভোট পড়ল ৬০%, শান্তনু ঠাকুরকে শোকজ কমিশনের, এবম ভাঙ্গায় FIR

LIVE: পঞ্চম দফার ভোট – ৩ টে পর্যন্ত ভোট পড়ল ৬০%, শান্তনু ঠাকুরকে শোকজ কমিশনের, এবম ভাঙ্গায় FIR


আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ৩ জেলার মোট ৭ টি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে ভোটের রথ ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সুতরাং টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলেছে ভোটগ্রহণ। কেন্দ্রীয় উপস্থিতিতে সকাল থেকেই বুথে বুথে দেখা গেছে লম্বা লাইন। কোথায় কি ঘটছে দেখে নিন একনজরে –

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিকেল ৩ টে পর্যন্ত রাজ্যের ৭ আসনে প্রদত্ত ভোট –
১. বনগাঁ – ৬১.৩২%
২. ব্যারাকপুর – ৬০.৫৬%
৩. হাওড়া – ৫৬.৯০%
৪. উলুবেড়িয়া – ৬৪.৬০%
৫. শ্রীরামপুর – ৬১.৪৬%
৬. হুগলি – ৬৩.৪৫%
৭. আরামবাগ – ৬৬.২০%

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# বিজেপির প্রতীক লাগানো উত্তরীয় গায়ে দিয়ে ভোট দেওয়ার জন্য বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে শোকজ করল নির্বাচন কমিশন
# পুড়শুড়ায় তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ
# শ্রীরামপুরে বুথের বাইরে নরম পানীয় বিলির অভিযোগে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
# পাঁচলায় ২২৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে হেনস্তার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
# ধনেখালির ১৫৯ নং বুথে ইভিএম ভাঙার ঘটনায় কমিশন এফআইআর করার নির্দেশ দিল প্রিসাইডিং অফিসারকে

# উলুবেড়িয়ার যদুরবেড়িয়া স্কুলে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী নির্মল মাজির বিরুদ্ধে
# আরামবাগের খানাকুলে কংগ্রেস এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
# সুষ্ঠু ভোট করতে চাইলে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গ্রেফতার করে নোয়াপাড়া থানায় বসিয়ে রাখা হোক, দাবি নিয়ে কমিশনে তৃণমূল
# বনগাঁর হিংলি থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বেরতেই বোমাবাজি, আহত এক তৃণমূল কর্মী, চূড়ান্ত উত্তেজনা
# ধনেখালিতে ছাপ্পার অভিযোগে ইভিএম ভেঙে দিলেন বিজেপি কর্মীরা, লকেট চ্যাটার্জিকে ঘিরে ধরে স্থানীয়দের বিক্ষোভ

# শ্রীরামপুরের জগৎবল্লভপুরে ১২১ ও ১২২ নম্বর বুথে বিজেপি এজেন্টদের হেনস্তার অভিযোগ
# লিলুয়ার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ আনল তৃণমূল
# আরামবাগের চন্দ্রকোণার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিজেপিকে ভোট দিতে বলেন বলে অভিযোগ, উত্তেজনা ছড়ালে দ্রুত বুথে পৌঁছালেন কমিশনের আধিকারিকরা
# হাওড়ার ফোরশোর রোডে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসকদলের
# ব্যারাকপুর জুড়ে যেখানেই বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছাচ্ছেন, সেখানেই তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, পাল্টা অর্জুন সিংয়ের বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ আনল তৃণমূল

# বালটিকুড়িতে মুক্তারাম হাই স্কুলে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও তাঁর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, দাসপুর থানায় অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল
# বীজপুরের হারনেট স্কুলে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, ওই বুথে বিরোধীদের এজেন্ট তুলে দিয়ে ছাপ্পা চলছে বলে অভিযোগ জানালেন গার্গীদেবী
# ভোট এখনও পর্যন্ত শান্তিতে হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবক্ষেক অজয় নায়েক
# ব্যারাকপুরের আমডাঙায় বহিসগাছায় বিভিন্ন বুথে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, বহিরাগতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনীর
# বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রিপোর্ট তলব কমিশনের, জেলা প্রশাসনের প্রাথমিক রিপোর্টে সন্তুষ্ট না-হওয়ায় ফের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

# আমডাঙার বড়গাছিয়াতে সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ
# জাঙ্গিপাড়ায় একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ
# আমতার গাজিপুরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ
# আরামবাগে বড়দঙ্গলে বুথে এজেন্ট বসাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
# উদয়নারায়ণপুরে হরালি গ্রামে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

# দলীয় প্রার্থী অর্জুন সিংকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরে মুখ ফাটিয়ে দিয়েছে অভিযোগে ব্যারাকপুরে পুনর্নির্বাচনের দাবি করল বিজেপি, ভোট শান্তিপূর্ণ হচ্ছে দাবি তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর
# বিজেপির দাবি হাস্যকর দাবি বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
# মধ্য হাওড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডের ২৬১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে
# বহিরাগতদের তাড়া করে এলাকা ছাড়া করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, হাত ও পায়ের বেশ অনেকটা ছোড়ে গিয়ে রক্তাক্ত তিনি
# গয়েশপুরে বহিরাগতদের হটাতে ময়দানে কেন্দ্রীয় বাহিনী, বাড়ি থেকে বার করে এনে বহিরাগতদের মার

# বনগাঁয় হিংলি প্রাইমারি স্কুলের বুথ থেকে বিজেপি এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর নিজে গিয়ে ফের এজেন্টকে বসালেন
# তৃণমূল রিগিং করছে অভিযোগে ধনেখালির দেধাড়ার ৯৪ নং বুথে প্রিসাইডিং অফিসারকে ধমক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের
# লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের ‘বন্দেমাতরম’ ধ্বনি, পাল্টা লকেট-অনুগামীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি
# হাওড়ার বালির একটি বুথে মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের
# উলুবেড়িয়ায় বাগনানে ভোটারদের উপর নজরদারি চালানোর অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে বুথ থেকে বের করে দিলেন প্রিসাইডিং অফিসার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!