এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া ঝড়ের পুরুলিয়াকে তৃণমূল-ময় করতে দীর্ঘদিন বাদে সভা করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়

গেরুয়া ঝড়ের পুরুলিয়াকে তৃণমূল-ময় করতে দীর্ঘদিন বাদে সভা করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়


২০১১ সালের আগে প্রায় সব জায়গাতেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যেতেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষমতায় আসার পরে রাজ্যের উন্নয়নকে পাখির চোখ করা কর্মপিপাসু মুখ্যমন্ত্রী আর সেইভাবে দলীয় প্রচারে যেতে পারেন না কোন জায়গাতেই। বর্তমানে জেলা থেকে জেলাস্তরে তিনি ছুটে যান শুধুমাত্রই প্রশাসনিক কাজে এবং সাধারণ মানুষকে সরকারের উন্নয়নের পরিষেবা পৌঁছে দিতে।

কিন্তু এবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝি পুরুলিয়ায় আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 19 নভেম্বর পুরুলিয়ার বলরামপুরে একটি দলীয় জনসভা করবেন তিনি। আর প্রিয় দিদির এই সভা ঘিরে এখন রীতিমতো সাজো সাজো রব পুরুলিয়া জেলা তৃণমূলের অন্দরে। তবে হঠাৎ শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে পুরুলিয়া জেলায় কেন আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত উল্লেখ্য এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পুরুলিয়া জেলাতে বেশ ভালোই দাগ কেটেছে বিজেপি। গোটা বলরামপুর ব্লকে কার্যত হেরে গিয়ে ঘরে ঢুকে যেতে হয়েছে ঘাসফুল শিবিরকে। আর এরপরই সেখানকার নেতৃত্বে পরিবর্তন আনে তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় আদিবাসী নেতা অঘোর হেমব্রমকে। পাশাপাশি আগামী লোকসভায় যাতে এই বলরামপুর ব্লকের তৃণমূলের হারানো ভোটব্যাঙ্ক ফিরে আসে সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচিও নিতে শুরু করেছে জেলা তৃণমূল।

ইতিমধ্যেই এই বলরামপুরে সভা করে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই বলরামপুর এই সভা করতে আসছেন খোদ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত ৭ বছর ধরে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই দেখে এসেছে পুরুলিয়া। কেননা প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে অনেক নিয়ম মানতে গিয়ে সেভাবে দলকে নির্দেশ দিতে পারেন না মুখ্যমন্ত্রী। ফলে দীর্ঘদিন পর দলীয় নেত্রী হিসেবে পুরুলিয়া এসে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন সে দিকেই তাকিয়ে দলের কর্মীরা।

এদিন এ প্রসঙ্গে বলরামপুর ব্লক তৃণমূলের সভাপতি অঘোর হেমব্রম বলেন, “প্রশাসনিক সভায় দলের অনেক কর্মীরাই ঢুকতে পারেন না। ফলে মুখ্যমন্ত্রীর এই দলীয় সভায় এবার সকলেই ওনার বক্তব্য শুনতে পারবেন।” সব মিলিয়ে এবার পুরুলিয়ার রাজনৈতিক সভায় এসে ঠিক কী বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!