এখন পড়ছেন
হোম > রাজ্য > বিদায়ী তৃণমূল প্রধানের স্বামীর নেতৃত্বে জয়ী নির্দলের উপর হামলায় উত্তপ্ত উওরবঙ্গ

বিদায়ী তৃণমূল প্রধানের স্বামীর নেতৃত্বে জয়ী নির্দলের উপর হামলায় উত্তপ্ত উওরবঙ্গ

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দুই যুযুধান গোষ্ঠী তৃণমূল-নির্দলের লড়াই-এ উওরবঙ্গ ফের খবরের শিরোনামে।  ভোট পর্ব মিটলেও হিংসার রাজনীতির দামামা যেন বন্ধই হচ্ছে না কিছু কিছু জায়গায়। এবার ঘটনাস্থল উওর দিনাজপুর জেলার গোয়ালপোখর বালিচর এলাকা। রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও-১ গ্রাম পঞ্চায়েতের বালিচর এলাকার মহম্মদ কামিল তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন না পেয়ে চলে যায় নির্দলদের শিবিরে। এবং ভোটেও জিতে যান তিনি। নির্দল প্রার্থীর জয়ে রাগে ফুঁসছিলো  এলাকার শাসকঘাঁটি। এদিন সেই ক্ষোভই বাইরে আসে। এদিন হঠাৎই ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাসিনা খাতুনের স্বামী মহম্মদ ইদু হুসেন বিজেতা নির্দল প্রার্থী মহম্মদ কামিলের বাড়ি লোকজন নিয়ে চড়াও হন। এবং লাঠি তরোয়াল নিয়ে হামলাও চালান। এমনটাই অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর তরফ থেকে। তবে এই হামলার অভিযোগ সম্পূর্ণই অস্বীকার করেছে জোড়াফুল পার্টি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যায়, এই হামলার ঘটনায় গুরুতর আহত হন জয়ী নির্দল প্রার্থী কামিলের দাদা কাজিম এবং বৌদি সহ আরো ১০ জন। জখম হওয়া অবস্থায় তাঁদের প্রথমে নিয়ে  যাওয়া হয় গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তাঁদের অবস্থা এতোটাই খারাপ ছিল যে সেখান থেকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই রকম সংঘাতের পুনরাবৃত্তি দেখা যায় সম্প্রতি গোয়ালপোখরের হামডাঙ এলাকায়। তবে এবার দ্বন্দ্ব নির্দল এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। এখানেও সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে নির্দল প্রার্থী। হামলার ফলশ্রুতিতে গুলিতে মৃত্যু হয় ওই নির্দলপ্রার্থীর। এসব ঘটনাই উত্তাপ বাড়াচ্ছে রাজ্য রাজনীতির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!