এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – অনশন মঞ্চে আবার জ্ঞান হারিয়ে আবার হাসপাতালে ভর্তি পৃথা বিশ্বাস

BREAKING NEWS – অনশন মঞ্চে আবার জ্ঞান হারিয়ে আবার হাসপাতালে ভর্তি পৃথা বিশ্বাস


রাজ্যের প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবিতে বিকাশ ভবনের অদূরে উন্নয়ন ভবনের সামনে গত ১৩ দিন ধরে আমরণ অনশন করছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। আর অনশনের জেরে অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হতে হল এই শিক্ষক আন্দোলনের অন্যতম কান্ডারি পৃথা বিশ্বাসকে। গত চারদিনে এই নিয়ে দ্বিতীয়বার।

অনশনের দশম দিনেও পৃথাদেবী মঞ্চেই জ্ঞান হারান। সাথে সাথেই তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দেখা যায় অনশনের ফলে তাঁর ৫ কেজি ওজন কমে গেছে, শুরু হয়েছে অন্যান্য শারীরিক অসুবিধাও। তবুও হার না মানা জেদ নিয়ে, সামান্য সুষ্ঠ হতেই আবার ফিরে আসেন অনশন মঞ্চে। রাজ্যের শিক্ষকদের ন্যায্য দাবি, নিজের জীবনের বিনিময়েও ছিনিয়ে নিয়ে আসতে আর বসে পড়েন অনশনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, অনশনের ১৩ দিন হয়ে গেলেও কোনো রকম কোনো সহমর্মিতা নেই রাজ্য সরকারের! মুখ্যমন্ত্রী তো প্রকাশ্য মঞ্চ থেকেই নাম না করে বলে দিয়েছেন, কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রে চলে যান! রাজ্যে চাকরি করলে রাজ্যের মতোই বেতন মিলবে! এদিকে, ১৩ দিনের অনশনের ফলে অনশনকারী সকল শিক্ষকই ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। পরিখাদেবীর স্বাস্থ্যও আজ ভেঙে পড়ল।

তাঁকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে। উস্থির শীর্ষনেতাদের সঙ্গে কথা বলে যা জানা গেছে, আপাতত জ্ঞান ফিরে এসেছে পৃথাদেবীর। তবে স্বাভাবিকভাবেই অসম্ভব দুর্বল হয়ে পড়েছেন, তাই আপাতত চলছে অক্সিজেন ও স্যালাইন। তবে, স্থানীয় ওই সরকারি হাসপাতালে পরিপূর্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না, তার জন্য হয়ত অন্য কোন বড় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু, পৃথাদেবীর বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তাঁকে অন্য কোথাও এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!