এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশ দিবসের দিনেও রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

পুলিশ দিবসের দিনেও রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পুলিশ মোটেই নিরপেক্ষ নয়, রাজ্যের পুলিশ শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এই ধরনের মন্তব্য একাধিকবার করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের পুলিশি ব্যবস্থা ছাড়াও রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেইসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়েও একাধিকবার বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ পুলিশ দিবসের দিনেও রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আজ এক টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন যে, তিনি আশা করছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে পুলিশ। পুলিশের যদি রাজনীতিকরণ ঘটে। তবে তা গণতন্ত্রের পক্ষে বিপদ। রাজ্যপাল লিখেছেন, আইন ও নীতি বজায় থাকুক। পুলিশের বিরুদ্ধে রাজ্যপালের এই বিস্ফোরক টুইট করার পর এ বিষয়ে পাল্টা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পুলিশকে তিনি কুর্নিশ জানাচ্ছেন। তিনি অনেককেই দেখেছেন টুইট করে পুলিশকে ব্যঙ্গ করতে। তাঁদেরকে তিনি বলতে চান যে, হাজারটা কাজ করলে দু একটা ভুল ভ্রান্তি হতেই পারে। অন্যদিকে, এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, রাজ্যপাল যা বলেছেন, সেখানে যদি পুলিশের পাশাপাশি তিনি সিবিআই, ইডিকেও যুক্ত করে দিতেন। তবে বলার কিছু নেই। তাঁকে তিনি পরামর্শ দিচ্ছেন যে, তাঁর এই টুইটটি এডিট করতে। তাহলে তাঁর নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সংবিধান রক্ষার যে শপথ পুলিশ নিয়েছেন, তাঁরা যেন তা ভুলে না যান। পুলিশ দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের পুলিশকে দায়িত্বজ্ঞানহীন বলেও কটাক্ষ করেছেন তিনি। এছাড়া রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই পরিস্থিতিতে আজ পুলিশ দিবসের দিনেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যপাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!