কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ভোটাভুটিতে বড় সিদ্ধান্ত নিল সিপিআইএম বিশেষ খবর রাজ্য January 21, 2018 তিনদিন ধরে চলা সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আগামীদিনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়া হবে কি না। বৈঠকের প্রথম দুদিন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট নিয়ে জোরালো সওয়াল করছেন কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য। বিশেষ করে ত্রিপুরা ও কেরালায় বিজেপিকে হারাতে ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করতে চাইছে কেন্দ্রীয় কমিটির একাংশ। এই জোটের পক্ষে জোরদার সওয়াল করেন বঙ্গ-ব্রিগেডের নেতারাও, কিন্তু তাতে প্রবল আপত্তি জানান কারাতপন্থী নেতারা। এমনকি সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট না হলে পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। আর তাই শেষমেশ সিদ্ধান্তে আসতে আজ বৈঠকের শেষদিনে ভোটাভুটির রাস্তায় যান কেন্দ্রীয় কমিটির সদস্যরা। আর সেখানে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়বে না সিপিআইএম। সূত্র মারফত জানা যাচ্ছে জোটের পক্ষে ৩১ টি ভোট পড়লেও বিপক্ষে পড়েছে প্রায় ৫৫ টি ভোট। ফলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে ফেলল আগামীদিনে আর কংগ্রেসের সঙ্গে জোট নয়, যা বঙ্গ-ব্রিগেডের নেতাদের কাছে বড় ধাক্কা। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বাইরে বেরিয়ে এসে তাঁরা কোনো একক সিদ্ধান্ত নেন নাকি ভাঙন ধরে সিপিআইএমে সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -