এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > পুরুলিয়ায় বিজেপি-কর্মী খুনের তদন্ত ক্রমশ গড়াচ্ছে সিবিআইয়ের দিকেই

পুরুলিয়ায় বিজেপি-কর্মী খুনের তদন্ত ক্রমশ গড়াচ্ছে সিবিআইয়ের দিকেই

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতে পুরুলিয়ে জেলায় তিন বিজেপি কর্মী- ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শক্তিপদ সর্দার এর রহস্য মৃত্যু ঘটে। এই ঘটনাকে শুরু থেকেই রাজনৈতিক রং লাগাতে মরিয়া হয়ে ওঠে গেরুয়া শিবির। তারা দাবি করে নির্বাচনের ফলাফলে জঙ্গলমহলে আশানুরূপ ফল না মেলায় প্রতিহিংসাজনিত কারনেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের হত্যা করেছে।

সেইসময়ে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। এদিন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সওয়াল করে কেন  এই ঘটনায় সিবিআই তদন্ত হবে না, সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে বিশদে মতামত জানতে চাইলো। এই মামলার বিচারপতি এ কে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বিস্তারির বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারী করলো।

উল্লেখ্য চলতি বছর জুন মাসেই গৌরব ভাটিয়া সুপ্রিম কোর্টের গ্রীষ্মবকাশ চলাকালীন সময়ে রাজ্যের তিন বিজেপি কর্মী খুনের জন্য সিবিআই তদন্ত চেয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছিলেন। কিন্তু সে সময় বিচারপতি এ কে গয়াল ও অশোক ভূষণের বেঞ্চ ভাটিয়াকে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।এদিনও বিচারপতি এ কে সিক্রি গৌরব ভাটিয়াকে প্রথমে হাইকোর্টে যেতে বলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু এই বিজেপি নেতা রাজ্যের পরিস্থিতি এবং তাঁর নেওয়া পদক্ষেপের যুক্তিসঙ্গত ব্যাখা করে বললেন, রাজ্যে একাধিক খুনের ঘটনা ঘটছে। সেই ঘটনায় প্রয়োজনীয় তদন্ত হচ্ছেনা এমনকি এফআইআর-ই হচ্ছে না। তাই সিবিআই তদন্ত প্রয়োজন। এমত অবস্থায় খুনের ঘটনার সত্যতা যাচাই করতে গেলে সিবিআই তদন্ত প্রয়োজন। তাঁর এই ব্যাখ্যা শোনার পরেই দুই বিচারপতি আলোচনা করে নোটিশ জারির সিদ্ধান্ত নেন। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!