এখন পড়ছেন
হোম > অন্যান্য > জাঁকিয়ে ঠান্ডা, মরশুমের শীতলতম দিন আজ? দেখে নিন আজকের আবহাওয়ার খবর

জাঁকিয়ে ঠান্ডা, মরশুমের শীতলতম দিন আজ? দেখে নিন আজকের আবহাওয়ার খবর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালির মোয়া পাটালির দিন এসে গেছে। সকালবেলা ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে গায়ের চাদরটা বেশ ভালো করে মুড়ি নিয়ে শীত উপভোগ করছে বাংলার মানুষ। সেইসঙ্গে বড়দিন পেরিয়েছে সদ্য। বছর শেষ হতে আর মাত্র চারটে দিনের অপেক্ষা।

পৌষ মাসের ঠান্ডাতে বাঙালি একেবারে কাবু। তবে আবহাওয়া দপ্তর বলছে আজকে ঠান্ডা আরও বেশি কাবু করতে পারে বাঙালিকে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গেছে, আজ মরসুমের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় সেইসঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে আগামী কয়েকদিনের তাপমাত্রা এরই মধ্যে ঘোরাফেরা করবে বলেও জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। অন্যদিকে আজকের বাতাসের গতিবেগ ঘণ্টায় তিন কিলোমিটার থাকবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বাতাসে দৃশ্যমানতা থাকবে তিন কিলোমিটার পর্যন্ত। আজকের রাতের দিকে তাপমাত্রা আরো কমবে বলে জানা গেছে। আজকের সূর্যোদয় হয়েছে সকাল ৬:১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫:০১ মিনিটে হবে বলে জানা গেছে।

সেইসঙ্গে গতকাল অর্থাৎ শনিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রী কম। অন্যদিকে আজকের সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা হবে ১৪ ডিগ্রী সেলসিয়াস হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!