এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সম্বর্ধনা অনুষ্ঠানে পুরোনো দলকে প্রবল কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সম্বর্ধনা অনুষ্ঠানে পুরোনো দলকে প্রবল কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছু দিন হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও তৃণমূলের কয়েকজন বিধায়ক, একজন সাংসদ, বেশকিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী যোগদান করেছেন বিজেপিতে। আজ বিজেপির পক্ষ থেকে নবাগতদের সংবর্ধনা জানানো হলো। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে জানালেন যে, এতদিন ধরে তিনি যে তৃণমূল দল করেছেন, এর জন্য লজ্জা বোধ করছেন তিনি।

আজ হেস্টিংসের বিজেপি কার্যালয়ে বিজেপিতে যোগদানকারী নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠান চললো। এদিকে বিজেপির হেস্টিংস অফিসের সামনে এক পথসভা মঞ্চ তৈরি করেছিল শাসকদল তৃণমূল। এখানে জড়ো হয়েছিলেন তৃণমূলের বেশ কিছু কর্মী, সমর্থক। আজ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে যখনই সাংসদ সুনীল কুমার মণ্ডল আসেন, তখন তার গাড়ি আটকে দেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।

তৃণমূল কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে সাংসদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। যা দেখে এগিয়ে আসেন বিজেপি কর্মীরা। তখন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। শেষপর্যন্ত পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কোনক্রমে সাংসদ পৌঁছান বিজেপির দলীয় কার্যালয়তে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন, সম্বর্ধনা অনুষ্ঠানে আসার পূর্বে যে আচরণ তৃণমূল করেছে, তার জন্য তাঁর ভাবতে লজ্জা করছে যে ২১ বছর ধরে এই তৃণমূল দল করেছিলেন তিনি। সত্যিই লজ্জা বোধ করছেন তিনি। তিনি জানান যে, এমন কালচার থেকে বের করে আনতে রাজ্যকে। তিনি অভিযোগ করেছেন ২১ বছর ধরে পশ্চিমবঙ্গে ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টির ব্যবস্থা চলে আসছে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, ৩৪ বছর ধরে সিপিএমের শাসনের সময় এমন অবস্থা ছিল। এখন সিপিএমের চটি পায়ে পরে ২১ বছর কাটিয়ে দিয়েছে তৃণমূল। তিনি দাবি করেছেন একমাত্র বিজেপিই পারবে বাংলায় ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল ব্যবস্থার প্রতিষ্ঠা করতে। এরপর, তৃণমূল দলের প্রতি একাধিক অভিযোগ করার সঙ্গে সঙ্গে তিনি জানালেন যে, যেকোনো ভাবে পশ্চিমবঙ্গকে তুলে দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। যাতে কলকাতা ও দিল্লিতে এক সরকার থাকতে পারে। এর সঙ্গে সঙ্গেই সোনার বাংলা গড়ার ডাক দিলেন তিনি।

এরপর শুভেন্দু অধিকারী জানালেন যে, একজোট হয়ে তাঁরা লড়াই করবেন। তাঁদের লক্ষ্য একটাই, সেটা হলো বাংলাকে সোনার বাংলা করা। তৃণমূল সম্পর্কে তিনি অভিযোগ করলেন যে, তিনি এতদিন যে দল করে এসেছেন, তা এখন কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে কোন নিয়ম-শৃঙ্খলা নেই। আজ তৃণমূল কর্মীদের সাংসদের গাড়ি আটকে দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় জানালেন যে, তৃণমূল ভয় পেয়েই এমন সব কাণ্ড করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!