এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভয়াবহ দুর্যোগ, মানুষকে ঘরবন্দি রাখতে বড় পদক্ষেপ প্রশাসনের!

ভয়াবহ দুর্যোগ, মানুষকে ঘরবন্দি রাখতে বড় পদক্ষেপ প্রশাসনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যত সময় যাচ্ছে, ততই ভয়াবহ হতে শুরু করেছে “ইয়াস” নামক ঘূর্ণিঝড়। আর কিছুক্ষণের মধ্যেই তা রাজ্যে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই দীঘার সমুদ্র সৈকত উত্তাল হয়ে গিয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাস প্রবেশ করতে শুরু করেছে। রাস্তাঘাট নদীর আকার নিয়েছে। আর এই পরিস্থিতিতে আশঙ্কা ক্রমশ বাড়ছে। সরকারের পক্ষ থেকে প্রতি সময় বার্তা দেওয়া হচ্ছে, যাতে দুর্যোগের সময় মানুষ বাইরে না বের হন।

তবে এবার মানুষকে সম্পূর্ণরূপে গৃহবন্দি করতে এবং নিরাপত্তা দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। যার অঙ্গ হিসেবে কলকাতা শহরের আটটি উড়ালপুল বুধবার সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হল। অর্থাৎ মানুষকে গৃহবন্দি করে রাখতে এবং এই উড়ালপুলগুলোতে দুর্যোগ আসলেও যাতে মানুষকে সম্পূর্ণরূপে বাঁচানো যায়, তার জন্যই রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, সরাসরি “ইয়াস” নামক ঘূর্ণিঝড় কলকাতায় আছড়ে না পড়লেও তার প্রভাব অনেকটাই পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে প্রথম থেকে সর্তকতা অবলম্বন করতে শুরু করেছে রাজ্য প্রশাসন। দুর্যোগের সময় মানুষ যাতে বাইরে না বের হন, তার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচাতে কলকাতার মানুষের জন্য বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গেছে, কলকাতার আটটি উড়ালপুলে বুধবার সম্পূর্ণরূপে যানচলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মা, তারাতলা, গার্ডেনরিচ, পার্কস্ট্রিট, উল্টোডাঙ্গা, চিংড়িঘাটা, গড়িয়াহাট এবং এজেসি বোস রোডের উড়ালপুল। বিশেষজ্ঞরা বলছেন, এক বছর আগে আমফানের তিক্ত স্মৃতি সকলের মনেই রয়েছে। এখনও পর্যন্ত তার ক্ষত রয়ে গিয়েছে। লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা কলকাতা।

যা সামাল দিতে অনেকটাই হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকেও। তবে সেই তিক্ত স্মৃতি যাতে এবার ফিরে না আসে, তার জন্য প্রথম থেকেই প্রস্তুত রাজ্য প্রশাসন। আর এই পরিস্থিতিতে কলকাতার আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধের নির্দেশ দিয়ে মানুষকে বিপন্মুক্ত করার চেষ্টা করল রাজ্য সরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!