এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কর্মী ছাঁটাই নয়, এবার কর্মীদের মনোবল বাড়িয়ে পাশে দাঁড়িয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত, এই সংস্থার

কর্মী ছাঁটাই নয়, এবার কর্মীদের মনোবল বাড়িয়ে পাশে দাঁড়িয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত, এই সংস্থার


করোনার সাথে লড়তে দেশের প্রায় সবকটা রাজ্যই লকডাউনের আওতায়। এরমধ্যে কাজ কর্ম সবই বন্ধ হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কর্মী ছাঁটাই করেছে বহু বেসরকারি সংস্থা। কিন্তু কর্মী ছাঁটাই – এর পরিবর্তে তাদের পাশে থাকার কথা জানায় দেশের সব থেকে বড় রঙের প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস। লকডাউন সফল করতে সংস্থার কাজ বন্ধ থাকলেও কর্মচারীদের ছাঁটাই কোনোভাবেই করা হবে না বলে জানিয়েছে এই সংস্থা।

উপরন্তু তাদের বেতন বৃদ্ধি করে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে বলেই জানা গেছে। নামকরা সংস্থার এমন কর্মচারীদের পাশে থেকে মনোবল বাড়ানোর অভিনব পদ্ধতি সত্যিই কার্যকর। এমনকি সংস্থা তার বিপণন ব্যবস্থাকেও যথেষ্টই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যার আওতায় পড়েছে হাসপাতাল ও বীমা ব্যবস্থা, সরাসরি নগদ টাকার ব্যবস্থা এবং স্যানিটাইজেশন ব্যবস্থা। ইতিমধ্যেই সংস্থার সাথে যুক্ত কন্ট্রাকটরদের একাউন্টে প্রায় ৪০ কোটি টাকা জমা করেছে এই সংস্থা।

এমনটাই প্রতিবেদন পেশ করেছে এক সর্বভারতীয় সংবাদপত্র মাধ্যম। এশিয়ান পেইনটস- এর এমডি ও সিইও অমিত সিঙ্গেল এদিন জানান কোনোভাবেই প্রতিষ্ঠান কোনো কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে না। গোটা দেশের বেসরকারি সংস্থা গুলি যখন আখের গোছাতে ব্যস্ত তখন এসিয়ান পেইনটস একটি উদাহরণ সৃষ্টি করতে সক্ষম। একমাত্র এই সংস্থাই তার স্টেক হোল্ডারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এমনটাই অভিমত প্রকাশ করেছেন সংস্থার সিইও অমিত সিঙ্গেল।

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে সমস্ত সরকারি বেসকারি সংস্থা। এই পরিস্থিততে একজোট হয়ে পাশে থাকার কথা জানান অমিত সিঙ্গেল। যে কোনো রকম সুযোগ সুবিধার জন্য কর্মীদের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে। এদিন তিনি বলেন, নামকরা ব্র্যান্ড হিসেবে নেতৃত্বের সঠিক ভূমিকা পালন করবে এই সংস্থা।

সূত্রের খবর থেকে জানা গেছে সংস্থার সমস্ত উদ্যোগের বিষয় পর্ষদের সাথে আলোচনা করা হয় এবং পর্ষদের থেকে অনুমোদন নেওয়া হয়। সর্বোপরি করোনা পরবর্তী সময়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার সুযোগ সুবিধা কর্মচারীরা পাবেন বলেই ধারণা করা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!