এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে নিরাপত্তা পরিষদে

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে নিরাপত্তা পরিষদে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কাবুল দখলের মধ্যে দিয়ে তালিবানদের আফগানিস্তান দখল সম্পূর্ণ হলো। আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তালিবানদের দখলে চলে গেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। তাঁর সঙ্গে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারীও দেশ ছেড়েছেন। বেশকিছু আফগানিস্তানের সাংসদ ও পদাধিকারীরা প্রাণ বাঁচাতে চলে এসেছেন ভারতে। এই পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসঙ্ঘে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। আর এই বৈঠকে নেতৃত্ব দিতে চলেছে ভারত। বৈঠকের ডাক দিয়েছে রাশিয়া।

আজ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এ প্রসঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রকের জনৈক আধিকারিক জানালেন যে, তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে। এই অবস্থায় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন আলোচনায় বসতে চলেছে। আর এই বৈঠকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পৃথিবীর একাধিক দেশ তালিবানের আফগানিস্তান দখলের বিরোধিতা করেছে। যাদের মধ্যে অন্যতম হলো ভারত। তালিবানের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে ভারতকে। জানানো হয়েছে, ভারত যদি আফগানিস্তানে সেনা পাঠায়। তবে ভালো হবে না। তালিবান মুখপাত্র শাহীন সুহেল, তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগে আফগানিস্তানের সঙ্গে ভারতের যেমন সুসম্পর্ক ছিল, তেমনই সুসম্পর্ক বজায় থাকলে দুই দেশের পক্ষে মঙ্গলজনক হবে।

অন্যদিকে, পৃথিবীর বিভিন্ন দেশ সেখানে থাকা আফগানিস্তানের নাগরিকদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে। আজ এই সমস্ত বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে। এই বৈঠকে সাংবাদিক, সমাজকর্মী, মহিলা নেত্রী, লেখক, বুদ্ধিজীবী সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তালিবানের আফগানিস্তান দখলের জন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, আফগানিস্তানে যা হতে দিয়েছেন, তার জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর পদত্যাগ করার সময় এসে গেছে। এছাড়া ব্যাপক করোনা সংক্রমণ, সীমান্ত বিপর্যয়, শক্তি স্বাধীনতা ধ্বংস ও পঙ্গু অর্থনীতির জন্যও দায়ী করেছেন তিনি জো বাইডেনকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!