এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন ফিরহাদ হাকিম! জল্পনা বাড়িয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!

এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন ফিরহাদ হাকিম! জল্পনা বাড়িয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সৌগত রায় এবং ফিরহাদ হাকিমের মত তৃণমূলের শীর্ষস্তরের নেতারা কাঁথিতে গিয়ে সভা করে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন। যেখানে ফিরহাদ হাকিমের মত তৃণমূলের শীর্ষনেতা সেই শুভেন্দু অধিকারীর বিন্দুমাত্র লজ্জা নেই বলে আক্রমণ করেছেন। আর এবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা সেই ফিরহাদ হাকিমকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন কাঁথিতে তৃণমূলের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “শুভেন্দুর লজ্জা লাগা উচিত। কৃষকদের যারা আত্মহত্যা করেছে, তাদের সঙ্গে গেলেন! অমিত শাহের পা ছুঁয়ে কি বললেন, একটু জায়গা দাও।” আর এরপরই ফিরহাদ হাকিমকে নিয়ে জল্পনা বাড়িয়ে দেন শমীক ভট্টাচার্য।

বিজেপির এই হেভিওয়েট নেতা বলেন, “আর কয়েকটা মাস যেতে দিন না। দেখবেন ফিরহাদ হাকিম গাইছেন, একটু জায়গা দাও মা, মন্দিরে বসি।” অর্থ্যাৎ শমীক ভট্টাচার্য্য এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, কিছুদিন পরে ফিরহাদ হাকিমের মত নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করবেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা সম্পর্কে শমীক ভট্টাচার্যের এই ধরনের মন্তব্য রাজ্য রাজনীতিতে জল্পনাকে ব্যাপকভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে অমিত শাহের সফরে বাউল শিল্পীকে নিয়ে যে ঘটনা ঘটেছে, সেই ব্যাপারেও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “রাজ্যবাসীকে নতুন করে দেওয়ার বা বলার তৃণমূলের আর কিছু নেই। অমিত শাহ যেখানে গিয়েছেন, সেই বাউলের বাড়িতে গিয়েছেন অনুব্রত মণ্ডল। অমিত শাহ যেখানে যাচ্ছেন, সেখানে উন্নয়নের ছোঁয়া লাগছে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির পক্ষ থেকে প্রতি মুহূর্তে দাবি করা হচ্ছে, তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তৃণমূলে ভাঙ্গনের ব্যাপারে আশঙ্কা তৈরি হলেও, সেই শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে পাল্টা সভা করে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের শীর্ষনেতা সৌগত রায় এবং ফিরহাদ হাকিমরা। আর এই পরিস্থিতিতে সেই ফিরহাদ হাকিমকে নিয়ে মন্তব্য করে যেভাবে জল্পনা বাড়িয়ে দিলেন শমীক ভট্টাচার্য, তাতে তরজার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

অনেকে বলছেন, শমীক ভট্টাচার্য ফিরহাদ হাকিম কিছুদিন পর মায়ের মন্দিরে বসবেন বলে মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন, তিনিও বিজেপিতে আসতে পারেন। যদিও বা এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যায়নি। কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ করার পর ফিরহাদ হাকিমকে নিয়ে শমীক ভট্টাচার্যের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি সেরকম কোনো ইঙ্গিতপূর্ণ খবর রয়েছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কাছে? রাজ্যের পুরমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর অন্তত সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!