এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর! জেনে নিন

শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময় কালে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রশান্ত কিশোরের ওপর। আর তারপর থেকেই প্রশান্ত কিশোরের পরামর্শ মত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছিল তৃণমূল নেতৃত্বকে। তবে প্রশান্ত কিশোর নিজের মত করে বিভিন্ন জায়গায় নেতাদের নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করতে দেখা যায়নি পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারীকে। যার ফলে তার সঙ্গে যখন দলের দূরত্ব বাড়তে শুরু করে এবং তিনি বিজেপিতে যোগ দেন, তখন তৃণমূলের অনেকে এর পেছনে প্রশান্ত কিশোর দায়ী বলে অভিযোগ করতে শুরু করেন।

তবে এই ব্যাপারে প্রশান্ত কিশোরকে অনেকে দায়ী করলেও, এবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিস্ফোরণ ঘটালেন তিনি। সূত্রের খবর, এদিন শুভেন্দু অধিকারীর দলত্যাগের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, “রাজনীতিতে নিজস্ব জায়গা রয়েছে শুভেন্দুর। উচ্চাকাঙ্ক্ষা ভালো। কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ভালো নয়। অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার বসে অনেকের মনে হতে পারে, দলের সামরিক ক্ষতিতে আসলে তার ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী প্রতারণা করেছেন। আমরা খুব খুশি যে, উনি জনসমক্ষে স্বীকার করেছেন, তৃণমূলে থাকার সময় ওনার বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল। নিজেই বলেছেন যে, 2014 সাল থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ আছে। মমতা কিন্তু ওনাকে দল থেকে ছেঁটে ফেলেননি। এখন নিজেকে মমতার জায়গায় রাখলে কারও মনে হতেই পারে যে, তিনি প্রতারিত হয়েছেন।”

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর তৃণমূলের নেতারা নানা মন্তব্য করলেও, প্রশান্ত কিশোরের দিকে তাকিয়েছিলেন সকলে। অনেকেই কল্পণা করতে পারেনি যে, এই ব্যাপারে নিজের মতামত দেবেন প্রশান্ত কিশোর। কিন্তু এবার প্রকাশ্যে সেই ব্যাপারে মন্তব্য করে রীতিমত বোমা ফাটাতে দেখা গেল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে শুভেন্দু অধিকারী দলত্যাগ করলে তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে বলে নানা মহলের তরফে অতীতেও দাবি করা হয়েছিল। বর্তমানে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তার সাথে একাধিক বিধায়ক এবং সাংসদকে বিজেপিতে যোগ দিতে দেখা গেছে। আগামী দিনে শুভেন্দু অধিকারী জেলা সফর করলে অনেক তৃণমূলের হেভিওয়েট নেতা তার সঙ্গে গেরুয়া শিবিরের নাম লেখাবেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এই গোটা বিষয়টি নিয়েও মুখ খুলতে দেখা গেছে প্রশান্ত কিশোরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “যে কোনো নেতার দলত্যাগ দলের জন্য সামরিক ক্ষতি। তবে শুধুমাত্র নেতা দলত্যাগ করছেন মানেই এই নয় যে, দল শেষ হয়ে যাচ্ছে। দেড় বছর আগে লোকসভা ভোটের সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তৃণমূলের 40 জন বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যাবেন। কিন্তু বাস্তবে মাত্র 7 জন গিয়েছেন। বাংলা এবার দ্বিমুখী’ লড়াই হতে চলেছে, এটা সত্য কথা। যখন আপনার দলে 230 জন বিধায়ক থাকে এবং দ্বিমুখী লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করতে হয়, তখন কিছু নেতার দলত্যাগ অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে বিজেপি যেভাবে লোভ এবং ভয় দেখায়। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনো সংশয় নেই। বিজেপি বাংলায় একশোর বেশি আসন পেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত নেতাদের তৈরি করেছেন। এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেননি।”

স্বাভাবিক ভাবেই প্রশান্ত কিশোরের এই ধরনের মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। কেননা শুভেন্দু অধিকারীর দলত্যাগ সহ একাধিক তৃণমূল বিধায়কের নানা মন্তব্যে প্রশান্ত কিশোরের সম্পর্কে দলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে এবার সেই প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপির যোগ রয়েছে বলে দাবি করে শুভেন্দুবাবুকে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন প্রশান্ত কিশোর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, যত দিন যাচ্ছে, ততই প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে তৃণমূলের বিদ্রোহ বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর সেই প্রশান্ত কিশোরকে দায়ী করার পরিমাণ যেন আরও বাড়তে শুরু করেছে তৃণমূলের অন্দরমহলে। স্বভাবতই এই পরিস্থিতিতে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সেই প্রশান্ত কিশোরকে নিয়ে মুখ খুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে। যার ফলে রীতিমত শোরগোল পড়ে গেল গোটা বাংলা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!