এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে অনেকের থাকা না থাকা নিয়ে দোদুল্যমান অবস্থা রয়েছে কার্যত স্বীকার পার্থর, জানালেন বড়সড় সিদ্ধান্ত!

তৃণমূলে অনেকের থাকা না থাকা নিয়ে দোদুল্যমান অবস্থা রয়েছে কার্যত স্বীকার পার্থর, জানালেন বড়সড় সিদ্ধান্ত!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূলে ভাঙ্গন নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক হেভিওয়েট বিধায়ক দলত্যাগ করতে পারেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যদি সত্যি সত্যিই ভাঙ্গন হয় এবং দলের হেভিওয়েট জনপ্রতিনিধিরা দলত্যাগ করেন, তাহলে তৃণমূলের পক্ষে আবার ক্ষমতায় ফেরা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

যেখানে তৃণমূলে থাকা না থাকা নিয়ে যে একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মাথার ওপরে রেখে তিনি না থাকলে কারও কোনো গুরুত্ব নেই বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, রবিবার একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “তৃণমূলে অনেকের থাকা না থাকা নিয়ে দোদুল্যমান অবস্থা রয়েছে। মমতা ছাড়া কার কত দৌড় বোঝা গিয়েছে।” অর্থাৎ রাজ্যের অনেক হেভিওয়েট জনপ্রতিনিধির দলত্যাগ নিয়ে যখন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে, তখন পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্য করে বুঝিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও কোনো গুরুত্ব নেই। অর্থাৎ অতীতে অনেকে তাদের দল ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর না থাকলে তারা যে কিছুই করতে পারবেন না, তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল মহাসচিব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বর্তমান সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা অনেকেই তৃণমূল ছাড়তে পারেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এমনকি দলের অনেক বিধায়ক বর্তমানে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। যার ফলে শাসকদলের বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। এদিকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর আচার-আচরণ জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তাই এই পরিস্থিতিতে যদি একাধিক বিধায়ক একসাথে দলত্যাগ করেন, তাহলে আগামীদিনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে খুব একটা ভালো ফলাফল করতে পারবে না, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞদের একাংশ। তবে সেই সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য পোষন করে “নেত্রী না থাকলে কারও কোনো গুরুত্ব নেই” বলে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, তাদের দলে সুপ্রিমোই শেষ কথা।

পাশাপাশি তিনি একথাও স্বীকার করে নিলেন, দলের অনেক নেতা নেত্রী সম্পর্কে দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই পার্থবাবু কার্যত স্বীকার করে নিলেন, বিজেপির পক্ষ থেকে তৃনমূলে ভাঙ্গন ধরবে বলে যে দাবি করা হয়েছে, তা কিছুটা হলেও সত্যি বলে দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!