এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সভায় ভিড় নেই, তাই কি এপাং-ওপাং-ঝপাং? দিশেহারা তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর!

মমতার সভায় ভিড় নেই, তাই কি এপাং-ওপাং-ঝপাং? দিশেহারা তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সরকারি জনসভায় স্কুল থেকে ছেলেমেয়ে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় লোক ভরাতেই পারেন। কিন্তু এখন তিনি যেটা করছেন, সেটা নির্বাচনী প্রচার সভা। তাই সেভাবে লোক ভরছে না তার সভায়। আর সেটা নিয়েই এত চিন্তিত হয়ে পড়ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে, সেই সভা থেকে তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন বিজেপিকে কটাক্ষ করে। আসলে তার মনের মধ্যে চিন্তা বাড়ছে। আর সেই কারণেই তিনি প্রকাশ্য সভা থেকে মেজাজ হারিয়ে ফেলছেন বলে দাবি বিজেপির। আর এই পরিস্থিতিতে আজ সেই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এটা তো আর পাট্টা দেওয়ার সভা নয়‌ সেই কারণে স্কুল থেকে ছেলে মেয়ে আনতে পারছেন না। এটা নির্বাচনী সভা। তাই সামনের হাজারটা চেয়ার ভরলেও, পেছনের তিন হাজার চেয়ার খালি থাকছে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এপাং, ওপাং, ঝপাং বলতে শোনা যাচ্ছে তাকে।”

একাংশ বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন, তার পেছনে মানুষ নেই। সরকারি মেশিনারিকে কাজে লাগিয়ে সভা ভরানোর কাজ এতদিন তার দল এবং প্রশাসন করেছে। কিন্তু নির্বাচনী সভা শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে। আর সেই কারণেই মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও বক্তব্য রাখতে হচ্ছে তাকে। আর এটাই তৃণমূল নেত্রীকে আরও বড় চাপের মুখে ফেলে দিচ্ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!