এখন পড়ছেন
হোম > রাজনীতি > “প্রত্যেকটা দলেই সমাজ বিরোধী রয়েছে” ভোটের মুখে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!

“প্রত্যেকটা দলেই সমাজ বিরোধী রয়েছে” ভোটের মুখে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে দুষ্কৃতীরা বিরোধীদের ওপর হামলা করছে বলে অভিযোগ। দিকে দিকে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দুষ্কৃতী এবং সমাজবিরোধীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সমস্ত রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেই তার চ্যালেঞ্জ, কোনো দলে সমাজ বিরোধীরা নেই, এটা কি কেউ দেখাতে পারবে!

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত ভোটের মুখে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত নিয়ে রাজ্যের মন্ত্রীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেকটা রাজনৈতিক দলেই দুষ্কৃতি এবং সমাজ বিরোধীরা রয়েছে। কোনো রাজনৈতিক দল কেউ যদি আমাকে বলতে পারে যে, তাদের দলে এই দুষ্কৃতি বা অসৎ লোক নেই, তাহলে সেই রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে আমি যা বলবে, করব। প্রত্যেকটা রাজনৈতিক দলেই এই জিনিস রয়েছে। কারণ সমাজে এই সমাজ বিরোধীরা রয়েছে। তাই তারা নিজেদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেয়।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো দুষ্কৃতীদের দাপাদাপি নিয়ে তৃণমূলকে আক্রমণ করছে, তাদের দলেও দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রয়েছে। এক্ষেত্রে সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা গেল রাজ্যের এই বর্ষীয়ান মন্ত্রীকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!