এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাইপোর খেল খতম? এবার যেতেই হবে! শুভেন্দুর বক্তব্যে বড়সড় ইঙ্গিত!

ভাইপোর খেল খতম? এবার যেতেই হবে! শুভেন্দুর বক্তব্যে বড়সড় ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন অনেকেই বলতেন যে, তৃণমূল আমলে যারা দুর্নীতি করেছে, তারা কেউ ধরা পড়বে না। কারণ সেটিংটা ওপর তলায় রয়েছে। কিন্তু সেই সেটিং বলে যে কিছু নেই, সেটা যত সময় যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানদিকে এবং বাঁ দিকে থাকা অনেক নেতারা এখন জেলে রয়েছেন। তবে প্রশ্ন উঠছে যে, আসল মাথা কবে ধরা পড়বে? অর্থাৎ যে ভাইপো ক্ষমতাকে ব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠছে, তিনি কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন? কবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এই প্রশ্নের উত্তরে অনেকে বলছেন, সেটিং রয়েছে, ভাইপো কোনদিন ধরা পড়বে না। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী যে কথা বললেন, তাতে বোঝা যাচ্ছে যে, ভাইপোর শেষের সময় এবার শুরু হয়ে গিয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গেল তার পতন পালার।

প্রসঙ্গত, এদিন একটি সভা থেকে ভাইপোকে নিয়ে বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অপেক্ষা করুন, ভাইপোও ভেতরে যাবে। একটু অপেক্ষা করুন। এটা শুধু সময়ের অপেক্ষা।” অর্থাৎ সম্ভাব্য দিনক্ষণ জানতে না পারা গেলেও, ভাইপোর বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় হয়েছে, তাতে তার জেলযাত্রা কার্যত নিশ্চিত। আর শুভেন্দু অধিকারীর কথা বিশ্বাস করতে সাধারণ মানুষের মনে আর কোনো দ্বিমত নেই। কারণ মানুষ প্রত্যক্ষ করছেন যে, শুভেন্দু অধিকারী ন্যায়ের পক্ষ নিয়ে লড়াই করছেন। আর তিনি যা যা বলছেন, তাই পরবর্তীতে বাস্তব রূপ নিচ্ছে। তাই এক্ষেত্রেও যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, যারা আওয়াজ তুলছেন যে, মূল মাথা কবে জেলে যাবে, তাদের চাহিদা কার্যত পূরণের পথে। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই আসল পান্ডা ভেতরে যাবে বলেই দাবি একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয় কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, দুর্নীতির লড়াইতে কোনো সেটিং নেই। পশ্চিমবঙ্গে যে পরিমাণ চুরি হয়েছে, তার তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। তাই পিসি ভাইপোর ক্ষমতা ভোগ করার দিন শেষ। এবার ভাইপোর শেষের সেদিন শুরু হয়ে গিয়েছে। এক পয়সাও দুর্নীতি করেননি বলে যিনি বড় বড় গলায় দাবি করেন, তার বিরুদ্ধে অনেক তথ্য প্রস্তুত। এবার আসল মাথা ধরা পড়বেই। মানুষের টাকা লুট করে কেউ রেহাই পাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, সকলেই কার্যত মুখিয়ে রয়েছেন, কবে এই দুর্নীতির তদন্ত শেষ হবে! আর তদন্ত শেষ হওয়ার অর্থ এটাই যে, আসল মাথা কবে ধরা পড়বে? তাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাদের কাছে সুখবর দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। মুখে শুধু বড় বড় কথা বলে তদন্তকে অন্যদিকে ঘোরাতে পারবেন না আঞ্চলিক দলের সর্বভারতীয় ভাইপো। একের পর এক চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। কয়লা, বালি সবক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আর একদম ওপর তলায় থেকে কিছুই জানেন না পিসি ভাইপো, এটা কি করে সম্ভব? এতদিন যারা জেলে গিয়েছেন, তাদের মুখ থেকে যে সমস্ত তথ্য বেরিয়েছে বা কাগজ নথি যে সমস্ত কথা বলছে, তার ভিত্তিতেই এবার চরম পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ফলে সর্বভারতীয় ভাইপোর ভেতরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!