এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > অশান্তির আশংকায় নন্দীগ্রামকে নিরাপত্তায় মুড়ে ফেলল নির্বাচন কমিশন

অশান্তির আশংকায় নন্দীগ্রামকে নিরাপত্তায় মুড়ে ফেলল নির্বাচন কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন রাজ্যে। এবারের নির্বাচনে রয়েছে রাজ্যের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের নির্বাচন। এই প্রথমবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমবার বিজেপির প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের মুখোমুখি যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে নন্দীগ্রাম। আর তাই নন্দীগ্রামের প্রত্যেকটি বুথই এই মুহূর্তে স্পর্শকাতর’ কমিশনের নজরে। সেক্ষেত্রে কমিশন কড়া নিরাপত্তায় পুড়ে ফেলছে নন্দীগ্রামকে বলে জানা গিয়েছে। শুধুমাত্র নন্দীগ্রামেই 2000 এর ওপর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আটজন করে জওয়ানকে দেখা যাবে প্রত্যেকটি বুথে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে এসেছে বিজেপি। আর নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হারাতে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন বড়সড় চ্যালেঞ্জ। অন্যদিকে নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করার চ্যালেঞ্জ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রচারের শুরু থেকেই দেখা গেছে নন্দীগ্রাম উত্তপ্ত। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি হয়েছে। গতকাল শেষ বেলার নির্বাচনী প্রচারেও কখনো সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জির প্রচারে হামলা হয়েছে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিজেপির জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যা নিয়ে কমিশন আশঙ্কা প্রকাশ করেছে, ভোটের দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। আর তাই দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম নিরাপত্তার মোড়কে ফেলার সিদ্ধান্ত হয়েছে। নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের ভোটে কড়া নজরদারি চালাতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের ভিতর প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু শুভেন্দু অধিকারী সে সুবিধা পাবেননা।

সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে নিরাপত্তারক্ষীদের বাইরে রেখেই বুথে প্রবেশ করতে হবে। ইতিমধ্যেই বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধীতা করতে শুরু করেছে। কিন্তু তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই তাঁকে বাড়তি নিরাপত্তার সুবিধা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আগামীকাল সকাল থেকেই সারা বাংলা তথা সারা দেশ নজর রাখতে চলেছে শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রের ওপর। কারণ বোঝাই যাচ্ছে, নন্দীগ্রাম আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির অভিমুখ নির্ধারণ করতে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!