এখন পড়ছেন
হোম > রাজ্য > মাদ্রাসা শিক্ষকদের অনশন 28 দিনে পড়ল – সরকারের উপর চাপ বাড়িয়ে পাশে দাঁড়াচ্ছেন হেভিওয়েটরা

মাদ্রাসা শিক্ষকদের অনশন 28 দিনে পড়ল – সরকারের উপর চাপ বাড়িয়ে পাশে দাঁড়াচ্ছেন হেভিওয়েটরা

দীর্ঘদিন ধরেই রাজ্যের মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা একগুচ্ছ দাবি দাওয়া পূরন নিয়ে অনশনে বসেছেন। তাঁদের দাবি, মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় অন্তর্ভুক্ত করানো হোক 495 টি এমএসকে এবং এস এসকেকে নিয়ে। ইতিমধ্যেই বুধবার তাদের এই অনশন 28 দিনে পড়েছে। তাই এমতাবস্থায় এদিন সেই মাদ্রাসার শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের দাবি দাওয়া পূরণে সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে একটি চিঠি দিলেন এসইউসির বিধায়ক তরুণকান্তি নস্কর।

সূত্রের খবর, এদিন এই চিঠিতে তরুণ নস্কর লিখেছেন যে, “এই শিক্ষাকেন্দ্রগুলিতে লক্ষাধিক পড়ুয়া পড়াশুনা করে। তাদের জন্য সরকারি অনুদান দাবি যুক্তিসঙ্গত। কিছু শিক্ষক রাস্তায় পড়ে থেকে অনশন করছে। এর চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কি হতে পারে।” তবে শুধু তরুণ নস্করই নয়, মাদ্রাসা শিক্ষকদের এই অনশন মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে, তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক শীলভদ্র দত্ত, সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক নেতা শ্রুতিনাথ প্রহরাজ, সিপিএম লিবারেশনের বাসুদেব বসু সহ একাধিক দলের নেতাদের।

পাশাপাশি “সেভ ডেমোক্রেসি” তরফে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য সমেত আজ এই অনশন মঞ্চে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানেরও। তবে মাদ্রাসা শিক্ষকদের অনশন 28 দিনে পড়লেও এবং এই ঘটনা নিয়ে সরকারের প্রতি বিরোধীদের চাপ বাড়লেও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সব মিলিয়ে এখন মাদ্রাসা শিক্ষকদের এই দাবি পূরণ ও অনশন ঠিক কতদিন চলে এবং একে ঘিরে শাসক বনাম বিরোধীদের রাজনৈতিক তরজা ঠিক কোন পর্যায়ে পৌঁছয়! এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!